সুদিন আসছে BSNL-এ, শীঘ্রই বড় সুবিধা পাবেন SIM ব্যবহারকারীরা, হয়ে গেল ঘোষণা

Published on:

big announcement regarding bsnl 4g and 5g services

পার্থ সারথি মান্না, কলকাতাঃ যতদিন যাচ্ছে ততই বাড়ছে মোবাইল রিচার্জের খরচ। যে কারণে অনেকেই জিও, এয়ারটেল ছেড়ে বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) এ চলে এসেছেন। আর এবার BSNL গ্রাহকদের জন্য এল বড় সুখবর। অনেকেই নেটওয়ার্ক নিয়ে অভিযোগ করছিলেন, বিশেষ করে বাকি কোম্পানির 4G থেকে 5G সার্ভিস চালু হলেও বিএসএনএল আজও 3G তেই আটকে রয়ে গিয়েছে। কিছু জায়গায় 4G চালু হলেও গোটা দেশে চালু হয়নি।

BSNL গ্রাহকদের জন্য বড় ঘোষণা

গতকাল অর্থাৎ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, রাষ্ট্রায়াত্ত মালিকাধিক সংস্থা বিএসএনএল এর আর্থিক উন্নতি হয়েছে অনেকটাই। আসা করা  হচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝি নাগাদ 5G সার্ভিস চালু করতে পারে BSNL। তাছাড়া গ্রাহকদের স্বার্থে দেশে তিন চারটি মোবাইল অপারেটর থাকা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

বেড়েছে BSNL-এর আয়

জিও থেকে শুরু করে এয়ারটেল ও ভিআই এর মত কোম্পানিগুলি রিচার্জের দাম বাড়ানোর ফলে ব্যাপক পরিমাণে গ্রাহকেরা অন্য নেটওয়ার্ক থেকে বিএসএনএলে যোগ দিয়েছেন। যার ফলে আয়ের পরিমাণও বেড়েছে অনেকটাই। বিগত ৩-৪ বছরের তুলনায় ১২% বৃদ্ধি পেয়েছে মোট আয়, একইসাথে খরচ কমেছে আগের তুলনায় ২%।

১ লক্ষ টাওয়ার বসিয়ে শুরু হবে 5G

এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, ২০২৫ সালের মে থেকে জুন মাসের মধ্যে ১ লক্ষ মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছে। টাটা গ্রূপের মালিকাধীন তেজাসের সাহায্যে 4G কোর সিস্টেম তৈরী করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৬২,০০০ টাওয়ার বসানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। টাওয়ার বসানোর কাজ সম্পন্ন হলেই 5G সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

প্রসঙ্গত, কম খরচের জন্য অনেক গ্রাহক যেমন বিএসএনএল এর সাথে জুড়েছেন তেমনি নেটওয়ার্কের কারণে অনেকে ছেড়েও গিয়েছেন। বিশেষ করে দ্রুত ইন্টারনেট সার্ভিস না থাকায় অনেকেই কাজের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়েছেন। যার ফলে বেশি টাকা খরচ করে Airtel, Vi বা Jio এর মত নেটওয়ার্ক ব্যবহার করছেন। আশা করা হচ্ছে 4G ও 5G সার্ভিস শুরু করা হলে গ্রাহকেরা আবারও BSNL এর প্রতি ঝুঁকবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥