ফোন ব্যবহারকারীদের পোয়া বারো, ৯৪% অবধি সস্তা হল রিচার্জ প্ল্যান

Published on:

recharge plan

শ্বেতা মিত্র, কলকাতা: মোবাইল ব্যবহারকারীদের জন্য রইল দারুণ সুখবর। বিগত জুলাই মাসেই Jio থেকে শুরু করে Airtel, ভোডাফোন আইডিয়া নিজেদের রিচার্জ মূল্য এক জায়গায় ২৫ শতাংশ বাড়িয়ে দেয়। যে কারণে স্বাভাবিকভাবেই মহা সমস্যায় পড়েন সাধারণ দেশবাসী। এদিকে পোয়া বারো হয় সরকারি টেলিকম সংস্থা BSNL-র। কোম্পানির রিচার্জ মূল্য কম থাকায় হুড়মুড়িয়ে লোকজন এই কোম্পানির সিম নিতে শুরু করেন। তবে তারপরেও বহু ফোন ফোন ব্যবহারকারিদের অভিযোগ, রিচার্জ মূল্য এখনো অনেকটাই আছে। তবে এবার লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী যে তথ্য দিলেন তা শুনলে আপনিও চমকে উঠবেন বৈকি।

ব্যাপক সস্তা হয়েছে রিচার্জ প্ল্যান

কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বৃহস্পতিবার লোকসভায় জানিয়েছেন যে গত ১০ বছরে মোবাইল রিচার্জ প্ল্যানগুলি ৯৪% পর্যন্ত সস্তা হয়েছে। কেন্দ্রের মোদী সরকার গত ১০ বছরে লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারীকে সস্তা রিচার্জের বড় উপহার দিয়েছে।

লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৪ সালে দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯০ কোটি, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১১৬ কোটিতে। একইভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও ২৫ কোটি থেকে বেড়ে ৯৭ কোটি ৪৪ লাখ বেড়ে গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, যখন ব্যবহারকারীর সংখ্যা বাড়ে, তখন শুল্কের উপর নজরদারি করা জরুরি হয়ে পড়ে। লোকসভায় তথ্য পেশ করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ২০১৪ সালে এক মিনিটের কলের গড় খরচ ছিল ৫০ পয়সা, যা এখন মাত্র ৩ পয়সা। এদিকে ২০১৪ সালে ১ জিবি ডেটার দাম ছিল ২৭০ টাকা, যা এখন কমে হয়েছে ৯.৭০ টাকা। একইভাবে প্রতি জিবি ব্রডব্যান্ড ডেটার দামও ৯ টাকা ৭০ পয়সা, যা ২০১৪ সালে ছিল ২৭০ টাকা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

৯৮ শতাংশ জেলায় পৌঁছে গিয়েছে 5G পরিষেবা

লোকসভায় বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতে ইন্টারনেট ডেটা ট্যারিফ বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা। দেশে 5G পরিষেবা চালুর পর থেকে মোবাইলের ট্যারিফ বেড়েছে ১০ শতাংশ। গত ২২ মাসে দেশের ৯৮ শতাংশ জেলা ও ৮২ শতাংশ মানুষ ফাইভ-জি নেটওয়ার্কের আওতায় এসেছেন।

দেশে টেলিকম পরিকাঠামোর জন্য মোট ৪.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই বিনিয়োগের উপর রিটার্ন পাওয়া অপরিহার্য। তাই গত বছর টেলিকম সংস্থাগুলির ট্যারিফ বাড়ানো প্রয়োজন ছিল। বিশ্বব্যাপী, ভারতে মোবাইল ডেটা এবং কলগুলি সবচেয়ে সস্তা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥