স্পোর্টি লুক, চোখ ধাঁধানো ফিচার্স! মাত্র ৩.৪৯ লক্ষ টাকায় লঞ্চ হল Kawasaki Versys-X 300

Published:

Kawasaki Versys-X 300
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি স্পোর্টি বাইক খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, Kawasaki এবার 2026 সালের জন্য Kawasaki Versys-X 300 মডেল আপডেট করেছে। আর এই অ্যাডভেঞ্চার ট্যুর মডেলটি এখন মাত্র 3.49 লক্ষ টাকায় লঞ্চ হয়েছে। সবথেকে বড় ব্যাপার, আপডেটের সঙ্গে সঙ্গে এবার নতুন রঙের বিকল্পেও উপলব্ধ থাকছে এই মডেল। এর সমস্ত আপডেট জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Kawasaki Versys-X 300 এর ইঞ্জিন কী রয়েছে?

যেমনটা জানা যাচ্ছে, 2026 সালের Kawasaki Versys-X 300 মডেলে একটি 296cc প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। আর এর সঙ্গে দেওয়া হচ্ছে একটি 6-স্পিড গিয়ার বক্স এবং একটি অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ। যেমনটা জানা গিয়েছে, এই ইঞ্জিন 39 bhp পাওয়ার এবং 26 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। তাই রাইডারদের জন্য এটি হতে চলেছে একেবারে সেরার সেরা বিকল্প।

এদিকে Kawasaki Versys-X মডেলটি মজবুত স্টিল ফ্রেমের উপরেই তৈরি করা হয়েছে। আর এর সামনে 19 ইঞ্চির এবং পিছনে 17 ইঞ্চির চাকার সঙ্গে একটি টিউব টাইপ টায়ার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সামনের দিকে 41 মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে এবং পিছনে একটি 148 মিলিমিটার ট্র্যাভেলার সহ Uni-Trak মনোশক দেওয়া থাকছে। এছাড়া সামনে ও পিছনে উভয় চাকায় ডিস্ক ব্রেক রয়েছে।

আরও পড়ুনঃ সময় খুব কম! স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বিরাট আপডেট

Kawasaki Versys-X 300 এর প্রধান ফিচার

ফিচারের দিক থেকে 2026 সালের Kawasaki Versys-X 300 মডেলে রয়েছে একটি ডুয়াল চ্যানেল ABS, ক্রুজ কন্ট্রোলের মতো ফিচার। পাশাপাশি থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যার মাধ্যমে রাইডারা খুব সহজেই সেমি ডিজিটাল ইউনিট থেকে তথ্য অ্যাক্সেস করতে পারবে। এমনকি নতুন আপডেটের সাথে এই মডেলের জন্য একটি নতুন রংয়ের থিমও যুক্ত করা হয়েছে। আর এটি মূলত নতুন ক্যান্ডি লাইম গ্রিন/মেটালিক ফ্ল্যাট স্পার্ক ব্ল্যাক রংয়ের বিকল্পেই পাওয়া যাবে। তাই যদি ভালো কোনও স্পোর্টি বাইক খুঁজে থাকেন, তাহলে এটিই হতে পারে সেরার সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join