৫ স্টার সেফটি রেটিংয়ের সঙ্গে ৫৬১ কিলোমিটার রেঞ্জ! ভারতে লঞ্চ হল Kia SUV EV9

Published on:

kia ev 9

প্রীতম সাঁতরাঃ অল্প সময়ের মধ্যে ভারতীয় গ্রাহকদের মধ্যে আস্থা গড়ে তুলতে পেরেছে Kia Motors। উৎসবের আবহে একসঙ্গে দুটি গাড়ি লঞ্চ করেছে কোম্পানি। লঞ্চ করা একটি গাড়ি হল নতুন Kia Carnival। অন্য গাড়িটিকে নিয়ে অটোমোবাইল প্রেমীদের মধ্যে আগ্রহ আরও বেশি। নতুন এই গাড়ির নাম রাখা হয়েছে Kia SUV EV9। এটি একটি ইলেকট্রিক গাড়ি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিয়া ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক SUV EV9 লঞ্চ করেছে। ভারতে কোম্পানির সবচেয়ে দামি গাড়ি হতে চলেছে। এ ছাড়া এটি কিয়ার লঞ্চ করা দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি। এর আগে শুধুমাত্র EV6 বিক্রির জন্য বাজারে ছাড়া হয়েছিল।

Kia SUV EV9-এর ফিচার

Kia SUV EV9-এর ফিচার ইতিমধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেফটির দিকেও নজর রেখেছে কোম্পানি। ২৭টি লেটেস্ট অটোমেটিক ফিচারের সঙ্গে থাকবে এডিএএস সাপোর্ট। এই গাড়িতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, ব্লাইন্ড স্পট মনিটরিং, লেন কিপ অ্যাসিস্ট এবং অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিংয়ের মতো বিশেষ সেফটি ফিচার পাবেন গ্রাহকরা। এ ছাড়া আল্ট্রা-ফাস্ট চার্জিং, মাল্টি চার্জিং সাপোর্ট, ২৪ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ, ৬ সিটিং ক্যাপাসিটি ও ওয়্যারলেস আপগ্রেড পাওয়া যাবে। এই গাড়িতে আপনি টেরেইন মোড পাবেন, এই মোডের সাহায্যে এই গাড়িটি সহজেই কাদা, বরফ ও বালির ওপর চলতে পারবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সেফটি রেটিং

একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি ৫৬১ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। ৩৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জারের সাহায্যে মাত্র ২৪ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হবে গাড়িটি। ০ থেকে ১০০ কিমি গতি ধরতে সময় লাগবে মাত্র ৫.৩ সেকেন্ড। ANCAP এবং Euro NCAP ক্র্যাশ টেস্টিংয়ে গাড়িটি পেয়েছে ফাইভ স্টার রেটিং।

গাড়ির দাম

ওপর আলোচিত ওই ফিচারগুলো ছাড়াও এই গাড়িতে পাবেন অল পাওয়ারড সিট, দ্বিতীয় সারিতে ক্যাপ্টেন সিট, ডুয়াল সানরুফ এবং ৬৪ কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং এর মতো বৈশিষ্ট। ভারতে এর দাম ১ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা (এক্স-শোরুম)।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group