আর ফোন কলের থাকবে না সমস্যা! কলকাতায় এবার বসতে চলেছে এয়ার ফাইবার

Published on:

kolkata municipal corporation

প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতার রাস্তায় মোবাইলে কথপোকথন করার সময় অনেকসময় দেখা যায় কল ড্রপ হতে। এমনও অনেক সময় দেখা যায় কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা বলতে বলতেই হঠাৎ করে ফোন কেটে যায়। যার জেরে সেই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে অনেক সময় লেগে যায়। বেশ অসুবিধায় পড়তে হয় কলকাতাবাসীকে। তবে এবার সেই সমস্যা নির্মূল করতে বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। নিয়ে আসা হচ্ছে এয়ার ফাইবার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কলকাতায় এয়ার ফাইবার পরিষেবা!

এর আগে ২০১৫-১৬ সালে কলকাতায় ফুটপাথ খুঁড়ে বসানো হয়েছিল অপটিক্যাল ফাইবার। যার ফলে তখন এই ফোনের সমস্যা আর হত না। কিন্তু তখন সেই অপটিক্যাল ফাইবার নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। কয়েক গজ অন্তর এই অপটিক্যাল ফাইবার মাথা উঁচু করে থাকত। আর এবার সম্প্রতি সেই অপটিক্যাল ফাইবার বসানোর উপর জোর দিল রাজ্য সরকার। জানা গিয়েছে কলকাতা পুরসভার কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তর। বলা হয়েছে, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের অনুমোদন সাপেক্ষে রাজ্য সরকারের ওই দপ্তর কয়েকটি বেসরকারি সংস্থাকে এয়ার ফাইবার বসানোর অনুমোদন দিতে চলেছে। আর এই কাজে পুরোদমে সহযোগিতা করবে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ।

অবশেষে কল ড্রপ সমস্যার সমাধান আনল সরকার

পুরসভার এক শীর্ষকর্তা জানিয়েছেন যে, “ল্যাম্পপোস্ট, বিল বোর্ড, বাস স্ট্যান্ড, বা বহুতলের উপরে কোনও স্ট্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হবে এয়ার ফাইবার। সেক্ষেত্রে এই এয়ার ফাইবারের মূল কাজ হবে মোবাইল ফোনের সিমকে সক্রিয় রাখা।” ফলে কথা বলতে বলতে আর কল ড্রপ হবে না। রাজ্য সরকারের এই পদক্ষেপ অবশেষে স্বস্তি ফিরে এল কলকাতাবাসীর মনে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা প্রশাসনের এই পদক্ষেপের বিষয়ে জানিয়েছেন যে, এই এয়ার ফাইবার লাগানো থাকলে কোনও বাধা–বিপত্তি ছাড়া ঘণ্টার পর ঘণ্টা কথা বলা যাবে। কল ড্রপ করবে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইতিমধ্যে অ্যাসেসমেন্ট বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে, এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পুরসভার সম্পত্তি ব্যবহার করা হবে তাই সংশ্লিষ্ট সংস্থাকে পরিষেবা বাবদ সার্ভিস চার্জ দিতে হবে। বিভিন্ন মোবাইল ফোন সংস্থা ইতিমধ্যে সক্রিয় হয়েছে। এর মূল উদ্দেশ্য হবে নিরবচ্ছিন্ন পরিষেবা বজায় রাখা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group