সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির পর কলকাতা পাচ্ছে সুপার কম্পিউটার

Published on:

supercomputer

শ্বেতা মিত্র, কলকাতাঃ লোকসভা ভোটের ফলাফল বেরোনোর কয়েক মাস পরেই বিরাট চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেউ হয়তো ভাবতেও পারেননি যে প্রধানমন্ত্রী এরকম কোনও চমক দিতে চলেছেন আগামী দিনে। এমনিতে যত সময় এগোচ্ছে ততই উচ্চতার শিখরে উঠে চলেছে ভারত। আর এর পিছনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ঘুরতে যে যথেষ্ট রয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার তারই ফলশ্রুতি হিসাবে এক নয়া প্রকল্পের সূচনা করে ভারত তথা গোটা বিশ্বকে চমকে দিলেন প্রধানমন্ত্রী। কোটি কোটি টাকা ব্যয় তৈরি নতুন প্রকল্প দেশের প্রথম পরমরুদ্র সুপার কম্পিউটারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বৃহস্পতিবার তিনি এই নতুন সুপার কম্পিউটারের শুভ সূচনা করেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আত্মনির্ভর ভারতের মুকুটে নয়া পালক

এই নতুন সুপার কম্পিউটার আত্মনির্ভর ভারতের মুকুটে একটি নতুন পালক তা বলাই বাহুল্য। এদিকে এই নতুন পরমরুদ্র সুপার কম্পিউটারের মাধ্যমে নতুন করে সংবাদ শিরোনামে উঠে এলো শহর কলকাতা। হ্যাঁ ঠিকই শুনেছেন। এখন নিশ্চয়ই ভাবছেন যে কলকাতা শহরের সঙ্গে এই সুপার কম্পিউটারের কী যোগ রয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

মূলত সুপার কম্পিউটিং প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে, প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার প্রায় ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় সুপারকম্পিউটিং মিশনের অধীনে দেশীয়ভাবে তৈরি তিনটি পরমরুদ্র সুপার কম্পিউটার চালু করেছেন। এই সুপার কম্পিউটারগুলি পুনে, দিল্লি এবং কলকাতায় অগ্রণী বৈজ্ঞানিক গবেষণার সুবিধার্থে স্থাপন করা হয়েছে। এই সুপার কম্পিউটারের মাধ্যমে আগামী নতুন নতুন সাফল্যের শিখরে উঠবে তা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কলকাতাতেও পরমরুদ্র সুপার কম্পিউটার

জানা গিয়েছে, পরম রূদ্র সুপার কম্পিউটার কলকাতার এস এন বোস সেন্টার পদার্থবিজ্ঞান, মহাজাগতিক এবং ভূ-বিজ্ঞানের মতো ক্ষেত্রে উন্নত গবেষণার প্রচার করবে। এই সুপার কম্পিউটারের সাহায্যে আগামীতে আবহাওয়া থেকে ক্ষুদ্রশিল্প উন্নয়নে সহায়তা করবে। গোটা প্রকল্পে ২২ হাজার কোটি ব্যায় করছে কেন্দ্র। অন্যদিকে দিল্লির ইন্টার-ইউনিভার্সিটি অ্যাক্সিলারেটর সেন্টার (আইইউএসি) পদার্থ বিজ্ঞান এবং পারমাণবিক পদার্থবিজ্ঞানের মতো ক্ষেত্রে গবেষণার প্রচার করবে। এদিকে পুনের জায়ান্ট মিটার রেডিও টেলিস্কোপ (জিএমআরটি) ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি) এবং অন্যান্য জ্যোতির্বিজ্ঞানের ঘটনা সনাক্ত করতে সুপার কম্পিউটারটিকে ব্যবহার করবে।

কী এই পরমরূদ্র সুপার কম্পিউটার

পরমরুদ্র সুপার কম্পিউটারগুলি খুব উচ্চ গতিতে জটিল গণনা এবং সিমুলেশন পরিচালনা করতে সক্ষম। এটি আবহাওয়ার পূর্বাভাস, জলবায়ু মডেলিং, ওষুধ আবিষ্কার, বস্তুগত বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে গবেষণার জন্য আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, এই সুপার কম্পিউটারগুলি গবেষকদের চ্যালেঞ্জিং সমস্যাগুলি মোকাবেলা করতে এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার করার জন্য প্রয়োজনীয় গণনামূলক সরঞ্জাম সরবরাহ করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group