সৌভিক মুখার্জী, কলকাতা: ইলেকট্রিক স্কুটারের বাজারে এবার নতুন চমক নিয়ে এল Komaki। সম্প্রতি কোম্পানিটি দেশের প্রথম ইলেকট্রিক SUV স্কুটার (SUV Scooter) লঞ্চ করেছে। আর বিশেষভাবে পরিবারের আরামদায়ক রাইডের জন্য এই স্কুটার ডিজাইন করা। জানা যাচ্ছে, এই তিন চাকার স্কুটারগুলি শুধুমাত্র ঘরোয়া ব্যবহার নয়, বরং ব্যবসায়িক ব্যবহারের জন্যও একেবারে সেরা।
কোম্পানিটি এবার বাজারে FAM1.0 এবং FAM2.0 নামের দুটি মডেল এনেছে। যেখানে FAM1.0 এর এক্স-শোরুম দাম মাত্র 99,999 টাকা এবং FAM2.0 এর এক্স-শোরুম দাম মাত্র 1,26,999 টাকা। এমনকি স্কুটারগুলিতে রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার, যা পরিবারের জন্য সেরা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এ বিষয়ে।
শক্তিশালী Lipo4 প্রযুক্তির ব্যাটারি
প্রসঙ্গত, দুটি মডেলেই রয়েছে Lipo4 ব্যাটারি। আর এই ব্যাটারি মূলত 3000 থেকে 5000 চার্জ চক্র পর্যন্ত দীর্ঘস্থায়ী। এমনকি হালকা ও কম্প্যাক্ট, অতিরিক্ত গরম, আগুন বা বিস্ফোরণের ঝুঁকি কমাতে সাহায্য করে। পাশাপাশি এতে দ্রুত চার্জ হয়। ফলে অপেক্ষা করতে হয় না বেশিক্ষণ। আর লিথিয়াম ব্যাটারি হওয়ায় পরিবেশবান্ধব। এমনকি এই ব্যাটারি প্রযুক্তির স্কুটার লং-রাইডে সেরা পারফরফ্যান্স দেয়।
স্মার্ট ফিচার
FAM1.0 এবং FAM2.0 স্কুটারে রয়েছে স্মার্ট সব ফিচার। প্রথমত, যে কোনও সমস্যায় স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত সতর্কবার্তা দেওয়ার জন্য সেলফ ডায়াগনোসিস সিস্টেম দেওয়া রয়েছে। এমনকি সংকীর্ণ জায়গায় সহজে স্কুটার ঘোরানোর জন্য রিভার্স অ্যাসিস্ট দেওয়া রয়েছে। পাশাপাশি ব্রেকিংয়ের জন্য অটো-হোল্ড ব্রেক লিভার থাকছে।
এদিকে স্কুটারের ড্যাশবোর্ডে পাওয়া যাবে রিয়েল টাইম রাইড ডেটা, নেভিগেশন সম্পর্কে সমস্ত তথ্য, কল এবং নোটিফিকেশন এলার্ট এবং বিভিন্ন গিয়ার মোডের মাধ্যমে পাওয়ার ও স্পিড নিয়ন্ত্রণের ফিচার। সবথেকে বড় ব্যাপার, FAM1.0 মডেলটি একবার চার্জে 100 কিলোমিটার রেঞ্জ দেবে, আর FAM2.0 মডেলটি একবার চার্জে 200 কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে।
আরও পড়ুনঃ ‘মা সকলের মারা যায়, এতে ছুটি নেওয়ার কী আছে?’ ভাইরাল ইউকো ব্যাঙ্কের বসের মন্তব্য
এদিকে পরিবার ও মালপত্র বহনের জন্য রয়েছে আরামদায়ক সিট, বড় 80 লিটারের বুট স্পেস। পাশাপাশি সামান্য জিনিসপত্র রাখার জন্য ফ্রন্ট বাস্কেট রয়েছে। আর LED DRL ইন্ডিকেটর দেওয়া থাকছে। পাশাপাশি হ্যান্ড ব্রেক ও ফুট ব্রেকের সুবিধাও রয়েছে। আর এই ফিচারগুলি মূলত ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় সচরাচর দেখা যায় না।