Indiahood-nabobarsho

মিলবে ফ্রি পরিষেবা, কোটি কোটি গ্রাহকের জন্য বড় অফার Jio-র

Published on:

Jio Offer

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সবথেকে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Jio Offer) এবার বড়সড় চমক দিল। তবে এই সুখবর শুধুমাত্র ক্রিকেটপ্রেমীদের জন্য। হ্যাঁ, রিলায়েন্স জিও তাদের জনপ্রিয় আনলিমিটেড অফারের মেয়াদ বাড়িয়েছে। যারা আইপিএল দেখতে ভালোবাসেন এবং JioHotstar এর সাবসক্রিপশন কিনতে দ্বিধাবোধ করেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। তবে অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ অবধি পড়তে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী থাকছে জিওর আনলিমিটেড অফারে?

ভারতের শীর্ষ টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার চালু করেছিল। নির্দিষ্ট রিচার্জ প্ল্যানে তারা ফ্রিতে JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছিল। প্রথমে তা 31 মার্চ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে পরবর্তী সময়ে তা 15ই এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু আইপিএলের উত্তেজনা দিনের পর দিন বাড়াতে এই অফারের মেয়াদ আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে 30 এপ্রিল, 2025 পর্যন্ত।

কীভাবে পাবেন এই অফার?

প্রথমত জিও ব্যবহারকারীদের 299 টাকা বা তার বেশি মূল্যের একটি প্ল্যান রিচার্জ করতে হবে। তবে হ্যাঁ, রিচার্জ প্ল্যানে কমপক্ষে প্রতিদিন 1.5GB ডেটা থাকতে হবে। আর এই অফার প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ইউজারদের জন্যই প্রযোজ্য হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই অফারের পিছনে আসল উদ্দেশ্য কী?

জিওর মূল উদ্দেশ্য হল একদিকে আইপিএল প্রেমীদের বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন দিয়ে তাদের মন আকৃষ্ট করা, অন্যদিকে তাদের ব্যবসাকে বিস্তৃত করা। হ্যাঁ, একটা সময় আইপিএল সম্পূর্ণ বিনামূল্যে দেখা যেত জিও সিনেমাতে। 

আরও পড়ুনঃ গ্রাহকদের স্বস্তি দিয়ে সুখবর শোনাল Airtel

আর এবার Hotstar এবং জিও একসঙ্গে মিশে তৈরি হয়েছে JioHotstar। কিন্তু এবার সাবস্ক্রিপশন ছাড়া কোন ম্যাচই উপভোগ করা যাচ্ছে না। তবে এই অবস্থায় অনেকেই সাবস্ক্রিপশন কিনতে দ্বিধাবোধ করেন। এই দ্বিধা কাটাতেই নয়া অফার নিয়ে হাজির হয়েছে জিও।

গ্রাহকদের কী করণীয়?

যদি আপনি জিও ব্যবহার করে থাকেন এবং এখনও কোন প্ল্যান রিচার্জ না করে থাকেন, তাহলে আজই 299 টাকা বা তার বেশি মূল্যের প্ল্যান রিচার্জ করুন। তবে হ্যাঁ, যদি আপনার পোস্টপেইড কানেকশন থাকে, সেক্ষেত্রেও 299 টাকা বা তার বেশি মূল্যের প্ল্যান ব্যবহার করলেই মিলবে একইরকম সুবিধা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group