১০ হাজারের কমে দামি দামি ফিচার্স! ২৫ জুলাই লঞ্চ হচ্ছে ‘ড্রাগন’ ফোন

Published on:

Lava Blaze Dragon 5G phone is launching on July 25th

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি বছরের জুলাই মাসেই স্মার্টফোন বাজারে নতুন চমক আনছে Lava। হ্যাঁ, দেশীয় মোবাইল নির্মাতা সংস্থা Lava তাদের অপেক্ষিত 5G ফোন Lava Blaze Dragon 5G লঞ্চ করতে চলেছে আগামী 25 জুলাই দুপুর 12টায়। তবে সবথেকে চমক এই ফোনের দামে। মাত্র 10 হাজার টাকার মধ্যে দেওয়া হচ্ছে 15-20 হাজার টাকার ফোনের ফিচার্স!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন এই ফোনের নাম ড্রাগন?

এবার নাম শুনে অনেকেই ভাবতে পারে যে, Blaze Dragon-এর পেছনে কী যুক্তি রয়েছে? আসলে এই ফোনে ব্যবহার করা হচ্ছে Snapdragon 4 Gen 2 চিপসে প্রসেসর, যা মিড-রেঞ্জ সেগমেন্টের মধ্যে সবথেকে শক্তিশালী বলেই মনে করা হয়। আর এটি হাই পারফরম্যান্স দেওয়ার জন্যই মূলত পরিচিত। Lava এই শক্তিশালী প্রসেসরের সঙ্গে দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং ব্যাটারির বিকল্পও আনছে এই ফোনটিতে। সে কারণেই এই ফোনের নাম দেওয়া হয়েছে ড্রাগন।

নজর কাড়বে রং এবং ডিজাইন

ইতিমধ্যে জানা গিয়েছে, ফোনটি Golden Mist ও Midnight Mist ভ্যারিয়েন্টের স্টাইলিশ রঙে পাওয়া যাবে। আর ডিজাইনেও থাকবে বড় 6.74 ইঞ্চির ডিসপ্লে। আর এর উপরে থাকবে একটি স্লিম ওয়াটারড্রপ-স্টাইল নচ এবিং সামনের বেজেল থাকবে অনেকটাই পাতলা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এক নজরের ফিচার্স

জানা যাচ্ছে, এই ফোনটিতে 6.74-ইঞ্চির একটি HD+ ডিসপ্লে থাকবে। পাশাপাশি এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং নিট ব্রাইটনেস 450+। প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট। পাশাপাশি 4GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হচ্ছে এই ফোনে। বলে রাখি, ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করেই চলবে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে প্রধান সেন্সরটি হবে 50MP। 

প্রসঙ্গত, ব্যাটারিতে নজর কাড়ছে এই ফোন। কারণ Lava-র এই ড্রাগন ফোনে দেওয়া হচ্ছে 5,000mAh-র একটি শক্তিশালী ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট নেবে। আর সিকিউরিটি ফিচার্স হিসেবে থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধা।

আরও পড়ুনঃ ভিসা ছাড়াই কাটান বিদেশে ছুটি, ভারতীয়দের জন্য সেরা সুযোগ নিয়ে এল ৫ দেশ

দাম কত হবে এই ফোনের?

ইতিমধ্যে অ্যামাজন ইন্ডিয়াতে Lava Blaze Dragon 5G ফোনের জন্য একটি স্পেশাল মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। যেখানে ফোনের প্রারম্ভিক দাম লেখা থাকছে Rs X,999। অর্থাৎ, দাম থাকবে মোটামুটি 10,000 টাকার মধ্যে। আর এই রেঞ্জে এত অত্যাধুনিক ফিচার্স যুক্ত 5G ফোন সত্যিই কল্পনা করা যায় না।

প্রসঙ্গত, Lava ইতিমধ্যেই আরেকটি নতুন ফোন Blaze AMOLED 2 বাজারে আনতে চলেছে। তবে তা লঞ্চের ডেট এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু স্পষ্ট যে, Lava এখন বাজেটের মধ্যে একের পর এক চমক দিতে দারুণ দারুণ ফিচার্সযুক্ত ফোন প্রতিযোগিতায় রাখছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group