5,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, উন্নত প্রসেসর! মাত্র ৬৯৯৯ টাকায় লঞ্চ হল Lava Shark 2 4G

Published:

Lava Shark 2 4G
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি বাজেটের মধ্যে ধামাকাদার কোনও স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, এবার মাত্র 6999 টাকায় দেশীয় কোম্পানি লাভা এমন এক ফোন (Lava Shark 2 4G) লঞ্চ করেছে, যার ফিচার শুনলে চমকে উঠবেন। হ্যাঁ, এই ফোনটিতে পাওয়া যাবে 5,000mAh এর ব্যাটারি, এমনকি 50MP ক্যামেরা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোন সম্পর্কিত তথ্য।

কোন মডেলের কথা বলছি আমরা?

আসলে আমরা বলছি লাভার Lava Shark 2 4G ফোনটির কথা, যে ফোনটি বর্তমানে 4GB RAM এবং 64GB স্টোরেজের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 6999 টাকা। তাই যারা বাজেটের মধ্যে সেরা ফোন খুঁজছেন তাদের জন্য এটি হতে চলেছে একেবারে সেরার সেরা বিকল্প।

কী স্পেসিফিকেশন রয়েছে Lava Shark 2 4G এর?

Lava Shark 2 4G ফোনটিতে পাওয়া যাবে—

ডিসপ্লে- এই ফোনটিতে একটি 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট 120Hz।

প্রসেসর- এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc চিপসেট, যা গেমিং-এর দিক থেকে সেরা পারফরম্যান্স দেবে।

ব্যাটারি- ফোনটিতে পাওয়া যাবে একটি 5,000mAh এর দুর্দান্ত ব্যাটারি, যা একবার চার্জ দিলেই অনেকক্ষণ ব্যাকআপ দেবে। এমনকি সঙ্গে পাওয়া যাবে 18 ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট।

ক্যামেরা- এই ফোনটির পিছনে থাকবে একটি 50MP AI ক্যামেরা এবং সামনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া থাকছে।

RAM এবং স্টোরেজ– ফোনটিতে 4GB RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। তাই বাজেটের মধ্যে এটি হতে চলেছে সেরা ফোন।

অন্যান্য ফিচার– এছাড়া এই ফোনটিতে রয়েছে IP54 রেটিং যা জল এবং ধুলো থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি এই ফোনটি Eclipse Gray এবং Aurora Gold রংয়ের ভেরিয়েন্টে বাজারে আসছে। এমনকি দু’বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া থাকবে ফোনটিতে।

আরও পড়ুনঃ SIR-এ এদের লাগবে না কোনও অতিরিক্ত নথি, জানাল নির্বাচন কমিশন

তাই যারা বাজেটের মধ্যে ধামাকাদার কোনও ফোন খুঁজেছেন, যেখানে ব্যাটারি থেকে শুরু করে প্রসেসর বা পারফরম্যান্সে চমক দেবে, তাদের জন্য এই ফোনটি হতে চলেছে একেবারে সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join