সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরসুম শেষ হলেও অনলাইন মার্কেটপ্লেসগুলোতে এখনও চলছে বিরাট সেল। আর এবার সেই সুযোগে কম দামে স্মার্ট টিভি (Smart TV) কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন এবং ফ্লিপকার্ট। সবথেকে বড় ব্যাপার, LG-র মতো বড় বড় ব্র্যান্ডের 43 ইঞ্চি স্মার্ট টিভি এখন মাত্র 10 হাজার টাকার কাছাকাছি পাওয়া যাচ্ছে। তাই যারা উৎসবের সেলের সময় টিভি কিনতে পারেননি, তাদের জন্য এটি হতে চলেছে একেবারে বাম্পার অফার। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ব্রান্ডের টিভিতে কত টাকা ছাড় মিলছে আর আপনার জন্য কোন মডেলটি সেরা হতে পারে।
LG 108 cm (43 inch) Full HD LED Smart WebOS TV
LG-র 43 ইঞ্চির এই স্মার্ট টিভিটি এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে মাত্র 10,953 টাকায়। সবথেকে বড় ব্যাপার, আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে অতিরিক্ত 4000 টাকা ছাড় মিলবে। আর পুরনো টিভি এক্সচেঞ্জ করলে আরও 2100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এই টিভিতে রয়েছে 50Hz রিফ্রেশ রেট, এক বছরের ওয়ারেন্টি, 20 ওয়াটের স্পিকার এবং আলাদা প্যানেলের জন্য এক বছরের গ্যারান্টি। সবথেকে বড় ব্যাপার, এতে 1GB RAM, 4GB স্টোরেজ পাওয়া যাবে। তাই বাজেটের মধ্যে LG-র এই টিভিটি হতে পারে সেরার সেরা।
VW 109 cm (43 inch) OptimaX Series Full HD Smart QLED Android TV
অ্যামাজনে এই VW এর স্মার্ট টিভিটি পাওয়া যাচ্ছে মাত্র 12,999 টাকায়। পাশাপাশি নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 1299 টাকা পর্যন্ত ছাড় মিলবে। আর পুরনো টিভি এক্সচেঞ্জ করলে 2740 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই টিভিতে পাওয়া যাবে একটি ফুল HD QLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60Hz। পাশাপাশি 24 ওয়াটের স্পিকার, এক বছরের ওয়ারেন্টি থাকবে। এত কম দামে এত ফিচার্সসহ স্মার্ট টিভি সত্যিই কল্পনা করা যায় না।
MarQ by Flipkart 109 cm (43 inch) Full HD LED Smart Coolita TV
ফ্লিপকার্টে নিজস্ব ব্রান্ড MarQ এখন 43 ইঞ্চির স্মার্ট টিভিটি মাত্র 12,699 টাকায় বিক্রি করছে। যদি আপনি এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে অতিরিক্ত 4000 টাকা ছাড় পাবেন। আর এই টিভিতে পাওয়া যাবে 60Hz রিফ্রেশ রেট, এক বছরের ওয়ারেন্টি। এছাড়াও 2টি HDMI, 2টি USB পোর্ট এবং 24 ওয়াটের স্পিকার মিলবে। এত কম দামে এই ফিচার্স এবং পারফরম্যান্স সত্যিই দুর্লভ।
Kodak 108 cm (43 inch) Special Edition Full HD LED Smart Linux TV
Kodak এর এই স্মার্ট টিভিটি বর্তমানে ফ্লিপকার্টে মাত্র 13,299 টাকায় মিলছে। পাশাপাশি এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 4000 টাকা ছাড় মিলবে এবং এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে 2100 টাকা পর্যন্ত ছাড়। এই টিভিটিতে রয়েছে 60Hz রিফ্রেশ রেট, 30 ওয়াটের স্পিকার এবং এক বছরের ওয়ারেন্টি। এমনকি এই টিভির ব্যাক প্যানেলে দুটি HDMI ও দুটি USB পোর্ট দেওয়া রয়েছে।
Hisense 100 cm (40 inch) A4Q Series Full HD Smart TV
এই টিভিটি 40 ইঞ্চির হলেও দামের সঙ্গে ফিচারের কোনও তুলনা হবে না। কারণ, অ্যামাজনে এই টিভিটির দাম মাত্র 15,499 টাকা এবং নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 1500 টাকা পর্যন্ত ছাড় মিলবে। পাশাপাশি এক্সচেঞ্জ অফারে 2740 টাকা পর্যন্ত ছাড় মিলবে। এই টিভিতে পাওয়া 60Hz রিফ্রেশ রেট, 60 ওয়াটের স্পিকার এবং এক বছরের ওয়ারেন্টি।
আরও পড়ুনঃ একবার ২ লক্ষ টাকা বিনিয়োগে প্রতিমাসে মিলবে ১৬ হাজার টাকা! নতুন স্কিম LIC-র
তাই যদি বাজেটের মধ্যে ঘরে বসেই সিনেমা, ক্রিকেট ম্যাচ উপভোগ করার জন্য একটি স্মার্ট টিভি খুঁজে থাকেন, তাহলে এগুলোই হতে পারে একেবারে সেরার সেরা বিকল্প। তবে এই অফার আর বেশি দিন হয়তো থাকবে না। তাই অফার থাকতেই তা লুফে নিন।












