কনকনে ঠান্ডাতেও নিমিষেই মিলবে গরম জল! রইল বাজারের সেরা ৫ গিজারের খোঁজ

Published on:

list of 5 best water geyser for winter for a long warm shower

পার্থ সারথি মান্নাঃ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রা। গতকাল ১৮ই নভেম্বর সোমবারেই কলকাতায় ১৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে আরও কয়েক ডিগ্রি নেমেছে পারদ। এমতাবস্তায় স্নান করার জন্য গরম জল অত্যন্ত প্রয়োজন। শীতে গরম জল পাওয়ার জন্য গিজার (Geyser) কেনার প্ল্যান করছেন? তাহলে আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল সেরা ৫ গিজারের খোঁজ।

ক্রম্পটন গিজার । Crompton Arno Neo 15-L

WhatsApp Community Join Now

বাজেটের মধ্যে যদি একটা ভালো গিজার কিনতে চান তাহলে ক্রম্পটন কোম্পানির আর্নো নিও নিতেই পারেন। ১৫ লিটার জলধারণ ক্ষমতা সম্পন্ন এই গিজার ৫ ষ্টার ইলেক্ট্রিসি রেটিংয়ের সাথে আসে ফলে বিদ্যুতের বিলও তুলনামূলকভাবে কমই আসবে। একইসাথে থাকছে তিনটি সিকিউরিটি ফিচার্স যেমন অটো কাট অফ, ইলেকট্রিক শক প্রটেকশন ও স্মার্ট শিল্ড।

বাজাজ গিজার । Bajaj Shield Series New Shakti 25L

ভারতীয় ইলেক্ট্রনিক পণ্যের বাজারে বাজাজ একটি অত্যন্ত বিশ্বস্ত নাম। যদি ব্রানডার কোম্পানির গিজার নিতে চান যেটা ফ্যামিলির সকলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে তাহলে বাজাজের শিল্ড সিরিজের নিউ শক্তি গিজার নিতে পারেন। এই গিজারের সাথে ১০ বছরের ট্যাঙ্কের গ্যারেন্টি থাকছে। একইসাথে ৪ বছরের সম্পূর্ণ প্রোডাক্ট ও ৬ বছরের হিটিং এলিমেন্ট ওয়ারেন্টি থাকবে।

লং ওয়ে ওয়াটার গিজার

যদি বাজেট থাকে খুবই কম আর শীতের কনকনে ঠান্ডা জলের হাত থেকে বাঁচতে চান তাহলে Longway Superb 10 Lt গিজার নিতে পারেন। বর্তমানে অফারে অ্যামাজনে ৩০০০ টাকারও কমে এই গিজার কিনতে পারেন। এই গিজারে জং প্রতিশোধক কোটিং, সেফটি সিস্টেম থাকবে। তবে এই গিজারে মাত্র ১ বছরের ওয়ারেন্টি পাওয় যাবে।

এও স্মিথ ওয়াটার গিজার । AO Smith HSE-SHS-015

কনকনে ঠান্ডা জলে যদি স্নান না করতে চান তাহলে এবছর নিয়ে নিতে পারেন দুর্দান্ত বিল্ট কোয়ালিটি সহ এও স্মিথ গিজার। যাতে স্পেশাল নীল ডায়মন্ড গ্লাস লাইন ট্যাঙ্ক থাকবে। নিরবিচ্ছিন্ন গরম জল পেতে চাইলে এটি সেরা চয়েস হতে পারে। এই গিজারটি ১৫ লিটারের ক্যাপাসিটি, ৫ ষ্টার ইলেক্ট্রিসিটি রেটিংয়ের সাথে আসে।

রাকোল্ড বুওনো প্রো গিজার । Racold BUONO PRO NXG 25L

জং প্রতিরোধক এবিএস বডি, সেটাও আবার টাইটেনিয়াম কোটিং দেওয়া। ২৫ লিটারের বড় ট্যাঙ্কের ভালো কোয়ালিটির গিজার নিতে চাইলে Racold BUONO এর গিজারটি কিনতে পারেন। বিশেষ করে আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে নিশ্চিন্তে এই গিজারটিকে ঘরে লাগাতে পারেন।

সঙ্গে থাকুন ➥
X