সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে পরিবারের জন্য সাশ্রয়ী 7-সিটার গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। ছোট গাড়ি বা সেডান ছেড়ে এখন অনেকেই বড় বা আরামদায়ক গাড়ির দিকে পা বাড়াচ্ছেন, যেখানে গোটা পরিবার মিলে একসঙ্গে সফর করা যায়। আর এই চাহিদার কথা মাথায় রেখেই কার নির্মাতা সংস্থাগুলি এখন 7-সিটার গাড়ি বেশি বাজারে আনছে।
তবে আপনার বাজেট যদি খুব একটা বেশি না হয়, তবে চিন্তার কোন কারণ নেই। কারণ মাত্র 5.44 লক্ষ টাকার মধ্যেই আপনি পেতে পারেন 7-সিটার গাড়ি, যা মাইলেজ, নিরাপত্তা এবং আরামের দিক থেকে সেরা। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন জেনে নেওয়া যাকে সাশ্রয়ী দামের সেরা 7-সিটার কিছু গাড়ির অপশন।
Maruti Eeco
ভারতের সবচেয়ে সস্তা 7-সিটার গাড়িগুলির মধ্যে অন্যতম হলো Maruti Eeco। যদি আপনার বাজেট খুব কম হয় এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য গাড়ি খোঁজেন, তাহলে Maruti Eeco হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। কারণ এই গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র 5.44 লক্ষ টাকা থেকে।
ইঞ্জিন ও মাইলেজ
গাড়িটিতে রয়েছে 1.2L একটি পেট্রল ইঞ্জিন, যা 81PS পাওয়ার এবং 104Nm টর্ক উৎপন্ন করতে পারে। এছাড়া রয়েছে CNG অপশন, যা 27km/kg পর্যন্ত মাইলেজ দেয়। এছাড়া পেট্রোলে গাড়িটি 20kmpl মাইলেজ দেয়। তাই ইঞ্জিন এবং পারফরম্যান্সের দিক থেকে গাড়িটি সেরা বিকল্প।
নিরাপত্তা ফিচার
গাড়িটির নিরাপত্তা ফিচার সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে প্রথমেই রয়েছে ডুয়াল এয়ারব্যাগ। এছাড়া রয়েছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম (ABD), চাইল্ড লক এবং রিভার্স পার্কিং সেন্সর। এছাড়া রয়েছে স্লাইডিং ডোরস, যা বাচ্চাদের ওঠানামার পক্ষে খুবই সুবিধাজনক। তাই এই গাড়িটি পরিবারের জন্য একদম আদর্শ এবং সেরা।
Renault Triber
যদি সাশ্রয়ী মূল্যের আরও একটি আধুনিক এবং উন্নত ফিচারযুক্ত 7-সিটার গাড়ি খুঁজে থাকেন, তাহলে Renault Triber হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ, এই গাড়িটির বাজার মূল্য শুরু হচ্ছে মাত্র 6.09 লক্ষ টাকা থেকে।
ইঞ্জিন এবং মাইলেজ
গাড়িটিতে রয়েছে 999cc একটি পেট্রোল ইঞ্জিন, যা 72PS পাওয়ার এবং 96Nm টর্ক উৎপন্ন করে। পাশাপাশি পেট্রোলে গাড়িটি 20kmpl মাইলেজ দেয়। এছাড়া রয়েছে 5-স্পিড ম্যানুয়াল এবং AMT গিয়ারবক্সের অপশন, যা গাড়িটিকে অনন্য করে তুলেছে।
স্পেস ও কনফিগারেশন
গাড়িটিতে 5+2 আসনের লে-আউট থাকছে। অর্থাৎ, পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং দুজন শিশু খুব সহজেই গাড়িটিতে সফর করতে পারবে। এছাড়া রয়েছি আধুনিক ডিজাইন এবং প্রশস্ত ইন্টেরিয়ার। সবথেকে বড় সুবিধা, গাড়িটিতে 8 ইঞ্চির একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে, যেখানে Apple CarPlay এবং Android Auto কানেক্টিভিটি যুক্ত রয়েছে।
নিরাপত্তা ফিচার
গাড়িটির নিরাপত্তা নিয়ে যদি কথা বলি, তাহলে থাকছে ডুয়াল এয়ারব্যাগ, ABS এবং EBD ব্রেকিং সিস্টেম। এছাড়া রয়েছে শক্তিশালী বডি ফ্রেম। এই গাড়িটি মূলত ডেইলি ইউজ এবং লং ড্রাইভের জন্য সেরা বিকল্প। তবে বুট স্পেস কিছুটা কম। কারণ এর অধিকাংশ জায়গা সিটের জন্য বরাদ্দ করা। তাই সাশ্রয়ী মূল্যের একটি 7-সিটার গাড়ি খুঁজে থাকলে এটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ার ফিডে Ghibli ইমেজ! ফ্রিতেই ChatGPT দিয়ে বানিয়ে নিন
কোনটি বেছে নেবেন?
দেখুন, আপনি যদি একটু সহজ-সরল নির্বাচন এবং বাজেট ফ্রেন্ডলি 7-সিটার গাড়ি কিনতে চান, তাহলে Maruti Eeco আপনার জন্য চোখ বন্ধ করে সেরা অপশন হতে পারে। তবে যদি বাড়তি কিছুটা ফিচার চান এবং আধুনিক লুক ও আরামের দিক থেকেও উন্নতমানের একটি গাড়ি চান, তাহলে Renault Triber গাড়িটিকে বেঁছে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |