সৌভিক মুখার্জী, কলকাতা: SUV প্রেমীদের জন্য এবার বিরাট সুখবর। কারণ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সম্প্রতি নতুন মাহিন্দ্রা থার 2025 (Mahindra Thar 2025) প্রকাশ্যে এনেছে। আর এই জনপ্রিয় সংস্করণটির দাম মাত্র 10 লক্ষ টাকা থেকেই শুরু হচ্ছে। 5-ডোর থার রকসের বিপুল বিক্রির পর কোম্পানি আবারও গ্রাহকদের চাহিদা মেনে 3-ডোর থারে উন্নত সংস্করণ বাজারে নিয়ে এল। তবে কী ফিচার রয়েছে এর? জানাব আজকের প্রতিবেদনে।
নয়া লুক, নয়া ডিজাইন
প্রসঙ্গত, নতুন এই থারের বাহ্যিক রূপ এবং ডিজাইন আরও আকর্ষণীয় করা হয়েছে। এখন গ্রাহকরা 6টি কালারের মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে পারবে, যার মধ্যে নতুন রংয়ের অপশন রয়েছে ট্যাঙ্গো রেড এবং ব্যাটলশিপ গ্রে। এদিকে এর সামনের গ্রিলকে নতুনভাবে ডিজাইন করা হয়েছে, যা গাড়ির লুককে আরও প্রিমিয়াম করে তুলছে। সাথে ডুয়াল-টোন বাম্পার এবং 18 ইঞ্চির অ্যালয় হুইল তো থাকছেই।
কমফোর্ট এবং ইন্টেরিয়ার ফিচার
প্রসঙ্গত, নতুন থারে ড্রাইভার এবং যাত্রীদের দৈনন্দিন সুবিধা এবং আরামকে আরও প্রাধান্য দেওয়া হয়েছে। এই গাড়িতে যাত্রীদের জন্য রয়েছে রিয়ার AC ভেন্টস এবং ড্রাইভারের জন্য রয়েছে স্লাইডিং আর্মরেস্ট। এছাড়া অটোমেটিক ভ্যারিয়েন্টে ডেড পেডাল, পাওয়ার উইন্ডোজ, রিভার্স ক্যামেরা, পার্কিং সেন্সর, 10.5 ইঞ্চির HD টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ আরও বেশ কিছু ফিচার দেওয়া রয়েছে।
ইঞ্জিন এবং পারফরম্যান্স
নতুন এই থার গ্রাহকদের জন্য এবার ইঞ্জিনেও বিভিন্ন রকম বিকল্প নিয়ে এসেছে। প্রথমত, 2.0 লিটার mStallion পেট্রোল ইঞ্জিন থাকছে, যা 150 bhp শক্তি এবং 300 Nm টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি 2.2 লিটার mHawk ডিজেল ইঞ্জিন থাকছে, যা 130 bhp শক্তি এবং 300 Nm টর্ক উৎপন্ন করতে পারে।
প্রসঙ্গত, ক্রেতারা 6-স্পিড ম্যানুয়াল বা 6-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিভ ট্রান্সমিশন বেছে নিতে পারবে। এমনকি এতে RWD ও 4X4 বিকল্পও থাকছে। ফলে অফ-রোড প্রেমীদের জন্য এটি হতে চলেছে একেবারে সোনায় সোহাগা।
আরও পড়ুনঃ সৌদি আরবের পাশাপাশি সোমালিয়ার সাথেও প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের
দাম এবং ভ্যারিয়েন্ট
RWD মডেলের দাম
- ডিজেল RWD মডেলের AXT MT ভ্যারিয়েন্টের দাম 9.99 লক্ষ টাকা
- ভেরিয়েন্টের LXT MT ভ্যারিয়েন্টের দাম 12.19 লক্ষ টাকা
- LXT AT ভ্যারিয়েন্টের দাম 13.99 লক্ষ টাকা।
4X4 মডেলের দাম
- 4WD মডেলের LXT 4WD MT ডিজেল ভ্যারিয়েন্টের দাম পড়ছে 15.49 লক্ষ টাকা
- LXT 4WD MT পেট্রোল ভ্যারিয়েন্টের দাম 14.69 লক্ষ টাকা
- LXT 4WD AT ডিজেল ভ্যারিয়েন্টের দাম 16.93 লক্ষ টাকা
- LXT 4WD AT পেট্রোল ভ্যারিয়েন্টের দাম 16.25 লক্ষ টাকা।