পার্থ সারথি মান্না, কলকাতাঃ অনেকেরই চারচাকা গাড়ি নেওয়ার স্বপ্ন থেকে থাকে। কেউ আরামদায়ক সিডান কিনতে চান তো কেউ ফ্যামিলির সকলের সাথে যাত্রার জন্য বেশি সিটের গাড়ি নিতে চান। কিন্তু বাজেটের কারণে বড় গাড়ি কিনতে গিয়েও পিছপা হয়ে যেতে হয়। তবে চিন্তা নেই এবার দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা Maruti দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে।
মাত্র সাড়ে ৪ লাখে ৭ সিটার গাড়ি Maruti-র
হ্যাঁ একেবারে ঠিক দেখেছেন, এবার আপনি ৭ সিটার গাড়ি পেয়ে যেতে পারেন মাত্র সাড়ে চার লক্ষ টাকায়। কিভাবে পাবেন? আর কোন গাড়ি পাবেন? জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নতুন গাড়ির উপর ট্যাক্স ছাড় দিচ্ছে মারুতি
মারুতি কোম্পানির সাত সিটের গাড়ি হল মারুতি ইকো। গাড়িটির বেস মডেলটি বর্তমানে ৫ লক্ষ ৩২ হাজার টাকা থেকে শুরু। তবে দেশের সেনাদের জন্য ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্টে একাধিক জিনিসের উপর ট্যাক্সের ছাড় দেওয়া হয়। এবার জানা যাচ্ছে মারুতি ইকো গাড়ির উপর ট্যাক্সে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। ফলে মাত্র ৫.৩২ লাখের গাড়ি মাত্র ৪ লক্ষ ৪৯ হাজার ৬৫৭ টাকায় পাওয়া যাবে।
Maruti Eco 7 Seater
সস্তা বাজেটে যদি একটি ভালো মাইলেজের চারচাকা গাড়ি কিনতে চান তাহলে মারুতি ইকো গাড়িটি নিতেই পারেন। এই গাড়িটি পেট্রল ও সিএনজি দুই ধরণের ভেরিয়েন্টেই পাওয়া যাবে। যদি পেট্রোল ভার্শন কেনেন তাহলে 1.2 লিটারের ইঞ্জিন পাওয়া যাবে। এছাড়া CNG মডেল নিলে 27 কিমির মাইলেজ পাওয়া যাবে।
মারুতি ইকো গাড়ির ফিচার্স
মারুতির এই গাড়িতে অ্যান্টি লোক ব্রেকিং সিস্টেম, স্লাইডিং দরজা, খালিদ লোক থেকে পার্কিং সেন্সরের মত ফিচার্স পাওয়া যাবে। এছাড়াও সেফটির জন্য গাড়িতে ২টি এয়ারব্যাগ থাকছে।
CSD থেকে কিভাবে গাড়ি কিনতে পারবেন?
CSD হল আর্মি ক্যান্টিন, যেখানে সেনাতে কর্মরত লোকেদের বিভিন্ন দ্রব্যের উপর ট্যাক্স ছাড় দেওয়া হয়। তাই আপনার পরিবারের কেউ যদি সেনাবাহিনীতে চাকরি করেন তাহলে তার দ্বারাই CSD থেকে জিনিসপত্র বা গাড়ি কিনতে পারবেন। এমনকি কোনো বন্ধুর দ্বারাও জিনিস কেনা যায়।