২৬ কিমি মাইলেজ সাথে ভরপুর ফিচার্স, ৩ লাখেরও কমে ঘরে আনুন Maruti Cervo

Published on:

maruti suzuki cervo specification and price

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ফ্যামিলির জন্য নতুন একটা গাড়ি নেওয়ার পরিকল্পনা করছেন? এদিকে কোন গাড়িটা নিলে ভালো হয় সেটাই বুঝে উঠে পারছেন না! তাহলে আজকের প্রতিবেদনে আপনার জন্য রইল এমন একটি গাড়ির খোঁজ যেটা যেমন সাধ্যের মধ্যে তেমনি ফিচারে ভরা। পাওয়ারফুল ইঞ্জিন থেকে শুরু করে ভালো মাইলেজ যেমন পাবেন তেমনি লুকসের দিক থেকেও কিন্তু বেশ আকর্ষণীয় মারুতি সার্ভো (Maruti Suzuki Cervo)। চলুন গাড়িটির সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Maruti Cervo ডিজাইন ও ফিচারর্স

WhatsApp Community Join Now

দেশের সবচেয়ে বড় গড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি মধ্যবিত্ত পরিবারের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কমপ্যাক্ট সাইজের এই হ্যাচবাগ গাড়িটিকে তৈরী করেছে। গাড়িটিতে টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অটো ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, ABS থেকে শুরু ডিজিটাল ইন্সটুমেন্ট  ক্লাস্টার। থাকছে একইসাথে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে থাকছে।

ইঞ্জিন ও মাইলেজ

মারুতি সুজুকি সার্ভো গাড়িটিতে ৬৫৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন থাকছে। ইঞ্জিনটি ৫৪ পিএসআই পাওয়ার ও ৬৩ এনএম তর্ক তৈরী করতে সক্ষম। গাড়িটিতে ৫ স্পিড গিয়ার বক্স থাকবে। আর ১ লিটার পেট্রোল ২৬ কিমি পর্যন্ত চলবে গাড়িটি, অর্থাৎ মাইলেজের দিক থেকেও বেশ ভালোই পারফর্ম করবে সার্ভো।

সেফটি ফিচার্স

বাজেটের মধ্যে গাড়ি হলেও সেফটি ফিচার্স রয়েছে ভরপুর। পিছনে পাকিং সেন্সর থেকে শুরু করে রিভার্স ক্যামেরা থাকছে। ইলেক্ট্রনিক ব্রেকফার্স ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকছে। এছাড়াও অ্যাকসিডেন্টের সময় যাতে ক্ষতি না হয় তার জন্য এয়ারব্যাগও দেওয়া হয়েছে।

মারুতি সুজুকি সার্ভোর দাম

ডিজাইন থেকে পারফর্মেন্স এমনকি মাইলেজ থেকে সেফটি ফিচার সবই জানা হল এখন প্রশ্ন হল কত টাকা খরচ করতে হবে যদি Maruti Suzuki Cervo কিনতে চান? উত্তর হল গাড়িটির দাম শুরু হচ্ছে ২.৮০ টাকা থেকে। অৰ্থাৎ ৩ লাখের মধ্যেই বাড়ি আনতে পারবেন গাড়িটি।

সঙ্গে থাকুন ➥
X