সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের বৃহত্তম গাড়ি নির্মাণ সংস্থা Maruti Suzuki এবার তাদের জনপ্রিয় 7 সিটার গাড়ি Maruti Ertiga-এর দাম বৃদ্ধি করেছে। এবছর দ্বিতীয়বার এই গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। Ertiga গাড়ির দাম সর্বোচ্চ ১৫,০০০/- টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পেট্রোল এবং সিএনজি বিকল্পে উপলব্ধ এই গাড়িটি একটি বড় পরিবারের জন্য বর্তমানে সেরা চয়েজ। জানলে অবাক হবেন, সিএনজি মোডে এই গাড়ি ২৬ কিমি/কেজি মাইলেজ দেয়। আসুন এই গাড়ির দাম এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জেনে নেই আজকের এই প্রতিবেদনে।
শক্তিশালী ইঞ্জিন এবং মাইলেজ
Maruti Ertiga গাড়িটি একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে যুক্ত, যা 102 bhp পাওয়ার এবং 136.8 Nm টর্ক উৎপন্ন করে থাকে। এটি 5 Speed Manual এবং AMT গিয়ার বক্স সিস্টেমে তৈরি করা হয়েছে। সিএনজি মোডেও এই গাড়ি পাওয়া যায়। এই গাড়ির মাইলেজ সম্বন্ধে জানলে হয়তো চমকে উঠবেন। পেট্রলে এই গাড়ি মাইলেজ দেয় ২০.৫১ কিমি/লিটার এবং সিএনজিতে এই গাড়ি মাইলেজ দেয় 26 কিমি/কেজি। Ertiga শহরের ড্রাইভ এবং দীর্ঘ ভ্রমণের জন্য দুর্দান্ত একটি অপশন।
ইঞ্জিন স্পেসিফিকেশন
Maruti Ertiga গাড়ির ইঞ্জিন স্পেসিফিকেশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখতে পাবো-
- ফুয়েল টাইপ- পেট্রোল
- ইঞ্জিন- 1462 cc
- মাইলেজ- 20.3 থেকে 20.51 কিমি/লিটার
- পাওয়ার- 102 bhp
- টর্ক- 136.8 Nm
- ট্রান্সমিশন- 5 Speed Manual এবং AMT
নতুন দাম এবং বৈশিষ্ট্য
বর্তমান বাজারে Maruti Ertiga এক্স-শোরুমে দাম শুরু হচ্ছে 8.69 লক্ষ টাকা থেকে। এই গাড়ির বৈশিষ্ট্য সম্বন্ধে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে-
- 9 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সংযুক্ত থাকবে এই গাড়িতে।
- গাড়িটিতে স্মার্টপ্লে প্রো প্রযুক্তি যুক্ত থাকবে, যা ভয়েস কমান্ড এবং কানেক্টেড কার টেকনোলজিতে সংযুক্ত।
- ৩৬০° সারাউন্ড ভিউ ক্যামেরা থাকবে।
- এছাড়া সুরক্ষার জন্য রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) সহ EBD, ডুয়াল এয়ারব্যাগ, সিটবেল্ট রিমাইন্ডার, সিটবেল্ট প্রি-টেনশনার, লোড লিমিটার এবং রিয়ার পার্কিং ক্যামেরা।
তবে Maruti Ertiga-তে ভালো সুরক্ষার ফিচার থাকলেও এই গাড়িটি মোটেও পারিবারিক নিরাপত্তার জন্য উপযুক্ত নয়। Global NCAP টেস্টে Ertiga মাত্র 1 স্টার রেটিং পেয়েছে। প্রাপ্তবয়স্ক সুরক্ষায় 1 স্টার এবং শিশু সুরক্ষায় 2 স্টার রেটিং পেয়েছে এই গাড়িটি। এই ক্র্যাশ টেস্টটি Safer Cars for Africa ক্যাম্পেইনের আয়তায় করা হয়েছিল।
কাদের জন্য Maruti Ertiga সেরা?
Maruti Ertiga বড় পরিবারের জন্য বাজেট-বান্ধব একটি সেরা অপশন। এই গাড়ির উচ্চ মাইলেজ এবং আধুনিক ফিচারগুলির জন্য এটি বাজারে অত্যন্ত জনপ্রিয়। তবে যারা গাড়ির নিরাপত্তার বিচারে বেশি গুরুত্ব দেন তাদের জন্য এটি কিছু চিন্তার কারণ হতে পারে। তাই আপনার যদি একটি দীর্ঘমেয়াদী পারিবারিক গাড়ির প্রয়োজন হয়, তাহলে Maruti Ertiga একটি ভালো অপশন। তবে কেনার আগে গাড়িটির নিরাপত্তার দিকটি একটু বিবেচনা করে দেখবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |