টয়োটা Inova-কে জোর টক্কর, 32Km মাইলেজ সহ হাজির মারুতি Ertiga-র নয়া ভার্সন

Published on:

maruti suzuki ertiga 2024

পার্থ সারথি মান্না, কলকাতাঃ অনেকেরই শখ থাকে একটা নিজস্ব চারচাকা গাড়ি কেনার। কেউ চান আরামদায়ক এসইউভি, তো কারোর পছন্দ ভালো মাইলেজের হ্যাচব্যাক। তবে আজকাল অনেকেই আবার মাল্টিপারপাস ভেহিকেল বা MPV নিতে পছন্দ করছেন। কারণ এতে যেমন দুর্দান্ত স্টাইলিশ আর আরামদায়ক ভাবে সফর করা যায় তেমনি মাইলেজও বেশ ভালো। সম্প্রতি এমনই একটি গাড়ি লঞ্চ করে চারচাকা গাড়ির মার্কেটে ধামাকা করতে চলেছে মারুতি।

 Maruti Ertiga 2024

WhatsApp Community Join Now

ভারতের চারচাকা গাড়ির মার্কেটে টোয়োটা ইনোভা গাড়িকে কম্পিটিশন দিতে লঞ্চ করা হয়েছে মারুতি এরটিগা ২০২৪। যেখানে দমদার ইঞ্জিন থেকে শুরু করে আরামদায়ক সিট ও অত্যাধুনিক ফিচার্স সমস্ত কিছুই রয়েছে। যারা নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন তাদের জন্য এটি একেবারে পারফেক্ট চয়েস হতেই পারে। আজকের প্রতিবেদনে এই গাড়ির ফিচার্স ও দাম সম্পর্কে আপনাদের জানাবো।

চারচাকা ২০২৪ মডেলের ডিজাইন

সবার আগে যেটা চোখে পড়বে সেটা হল সামনের গ্রিল ডিজাইন। যেটা LED হেডল্যাম্পের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর একটা প্রিমিয়াম লুকস দিয়েছে গাড়িটিকে। এছাড়া গোটা বডিতে ক্রোমের কাজ রয়েছে যেটা দূর থেকে চোখে পড়ার মত।

ইন্টিরিয়ার

৭  সিটের এই গাড়িতে ড্যাশবোর্ডে একটি ৯ ইঞ্চির টাচ প্যানেল রয়েছে। যেটার সাহায্যে গাড়ির নানান ইলেক্ট্রিকাল ফিচার্স কন্ট্রোল করা যাবে। প্রতিটি সিট আরও বেশি আরামদায়ক করে তোলা হয়েছে। যেমন বেশি লেগ স্পেস দেওয়া হয়েছে তেমনি সিটের কুশনিং আরও ভালো করা হয়েছে।

ইঞ্জিন ও মাইলেজ

গাড়িটি একাধিক মডেল রয়েছে। যার মধ্যে পেট্রল মডেলটিতে ১.৫ লিটারের K15C ইঞ্জিন থাকছে। এই ইঞ্জিন 103bhp ও 136.8Nm টর্ক তৈরিতে সক্ষম। এছাড়াও ৫ স্পিড ম্যানুয়াল বা ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের মধ্যে যেটা খুশি বেছে নিতে পারেন। পেট্রোলের ভার্সনটিতে ২৪ কিমি প্রতি লিটারের মাইলেজ পাওয়া যাবে।

এছাড়াও একটি হাইব্রিড মডেল রয়েছে। যেটা মারুতি স্মার্ট হাইব্রিড টেকনোলজিতে চলবে আর আরও বেশি মাইলেজ দেবে। বলার অপেক্ষা রাখে না সমস্ত মডেলগুলি BS VI II এর সমস্ত নিয়মে পাশ করেছে।

সেফটি ফিচার্স

মারুতি এরটিগার নতুন মডেলে চালক থেকে যাত্রীদের জন্য একাধিক সেফটি ফিচার্স দেওয়া হয়েছে। ABS ব্রেকিং সিস্টেম, ইলেক্ট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, খাড়াই রাস্তার জন্য হিল হোল্ড অ্যাসিস্ট, পার্কিং সেন্সর থেকে শুরু করে ৬ টি এয়ারব্যাগ থাকছে। এছাড়াও ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম, টায়ার প্রেসার মনিটর থেকে ৩৬০ ডিগ্রি ক্যামেরাও থাকছে।

Maruti Ertiga 2024 Model Pricing

ডিজাইন থেকে ফিচার্স সম্পর্কে আলোচনা তো হল, এবার নিশ্চই জানতে ইচ্ছা করছে কোন ভেরিয়েন্টের জন্য কত টাকা দাম পড়ছে? কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী বেস মডেল Maruti Ertiga Smart Hybrid LXI এর দাম শুরু হচ্ছে ৮ লক্ষ ৬৯ হাজার টাকা এক্স শো রুম কলকাতা। এরপর যত উপরের মডেল নেবেন সেই হিসাবে দাম বাড়বে।

সঙ্গে থাকুন ➥
X