৩০ কিমি মাইলেজ, দুর্ধর্ষ ফিচার্স, লুকস! ঝড় তুলতে হাজির Maruti Suzuki-র CNG গাড়ি

Published on:

maruti suzuki baleno new cng with 30 km milage launched in india

পার্থ সারথি মান্নাঃ নতুন বছরের আগেই গাড়ি নেওয়ার প্ল্যান করছেন? ভাবছেন কোন গাড়ি নিলে স্টাইল ও ফিচার্সের সাথে দমদার মাইলেজও পাওয়া যাবে? চিন্তা নেই আজকের প্রতিবেদনে এমনই একটি গাড়ির সম্পর্কে জানাবো আপনাদের। যেটা ফিচার্স ভরপুর হলেও মাইলেজের দিক থেকে সেরা বলা যেতেই পারে। চারচাকা গাড়ির সেগমেন্টে রীতিমত ধামাকা করেছে মারুতি সুজুকির বালিনো এইএনজি মডেলটি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মারুতি সুজুকি বালিনো CNG (Maruti Suzuki Baleno CNG)

চারচাকা গাড়ির কথা উঠলে দুর্দান্ত লুকসের কারণে Baleno অনেকেরই প্রথম পছন্দ বলা যেতে পারে। অত্যাধুনিক ফিচার্সে ভরপুর এই গাড়ি লাক্সারি ফিলিং দিলেও দাম সাধ্যের মধ্যেই। মাত্র ৮.৪০ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে নতুন সিএনজি মডেলের বালিনো। অবশ্য সিএনজি ছাড়াও পেট্রল ভেরিয়েন্টও রয়েছে। আপনি নিজের পছন্দমত যে কোনোটি বেছে নিতেই পারেন।

Baleno এর মাইলেজ ও ফিচার্স

গাড়ি নেওয়ার সময় সবার আগেই যে জিনিস মাথায় রাখতে হয় সেগুলি হল মাইলেজ। কারণ বাড়তে থাকা জ্বালানির দামের কথা না ভাবলেই নয়। এক্ষেত্রে আর পাঁচটা গাড়ির থেকে অনেকটাই ভালো মাইলেজ দিচ্ছে বালিনো। সিএনজি ভেরিয়েন্টের ক্ষেত্রে ৩০ কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে প্রতি কেজিতে। আর যদি পেট্রল ভার্সনটি কিনতে চান তাহলেও ২২.৩৪ কিমির মাইলেজ পেয়ে যাবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বালিনোতে ডুয়াল টোন ইন্টিরিয়ার ফিনিশ, মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইলের পাশাপাশি, অ্যাডজাস্টেবল রিয়ার ভিউ মিরর, বড় টাচস্ক্রিন যুক্ত ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম থেকে ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন পেয়ে যাবেন। এর সাথে সামনে ও পিছনে পাওয়ার উইন্ডো ও ১৬ ইঞ্চির অ্যালয় হুইল উইথ এবিএস পেয়ে যাবেন। এছাড়াও সেফটির জন্য গাড়িতে মোট ৬ টি এয়ারব্যাগ থাকবে।

মারুতি বালিনো সিএনজি মডেলের দাম

যেমনটা জানা যাচ্ছে বালিনোর নতুন সিএনজি মডেলের দুটি ভেরিয়েন্ট রয়েছে একটি হল ডেল্টা সিএনজি এমটি ও আরেকটি জিটা সিএনজি এমটি। যদি প্রথমটি কিনতে চান তাহলে ৮ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি দাম পড়বে আর যদি দ্বিতীয় ভেরিয়েন্টটি কিনতে চান তাহলে প্রায় ৯ লক্ষ ৩৫ টাকা দাম পড়বে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group