৩০ কিমি মাইলেজ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ! বাজার কাঁপাচ্ছে Maruti-র ৬.৬ লাখের গাড়ি

Published on:

maruti suzuki baleno interior

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০২৫ সালে নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? যেটা বাজেটের মধ্যে হবে, দেখতেও হবে দুর্দান্ত আর মাইলেজের দিক থেকেও বেশ কিছুটা সাশ্রয়ী হবে। তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। আজ আপনাকে যে গাড়ি সম্পর্কে জানাবো সেটা হল Maruti Suzuki Baleno। লুকস, ফিচার্স থেকে শুরু করে দাম সব দিক থেকেই পারফেক্ট কম্বিনেশন এই গাড়িটি। বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে নিজেই দেখে নিন।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

Maruti Suzuki Baleno

মারুতি সুজুকির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে অন্যতম একটি মডেল হল মারুতি সুজুকি বালিনো। মূলত এর প্রিমিয়াম ডিজাইন আরও বেশি আকর্ষণ করে গাড়িপ্রেমীদের। জানলে অবাক হতে পারেন, ২০২৪ সালেই মোট ১,৭২,০৯৪টি Baleno বিক্রি হয়েছে। তাহলেই বুঝুন কি পরিমাণ চাহিদা রয়েছে এই গাড়িটির।

মারুতি সুজুকি বালিনোর ফিচার্স

গাড়িটির ফ্রন্টে বক্স গ্রিল ডিজাইন রয়েছে সাথে থাকছে সুজুকির ব্র্যান্ডিং। এর সাথে LED হেডলাইট সত্যিই নজর কেড়ে নেওয়ার মত। গাড়িটিতে ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকছে। যেখানে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে থাকছে। গাড়ির ভিতরে ৬টি Arkamys এর সাউন্ড সিস্টেম থাকছে সেটা থিয়েটারের মত  সাউন্ড এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এছাড়া হেডস আপ ডিসপ্লে থেকে শুরু করে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের সুবিধা পাওয়া যাবে। গাড়িটিতে সিকিউরিটির জন্য ৩৬০ ডিগ্রি ক্যামেরা থেকে শুরু করে ৬টি এয়ার ব্যাগ, ইলেক্ট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, হিল-ক্লাইম্ব অ্যাসিস্ট ইত্যাদি থাকছে।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

আরও পড়ুনঃ আর কতদিন সর্বেসর্বা তিনি? জানিয়ে দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়

ইঞ্জিন ও মাইলেজ

মারুতি বালিনোতে পেট্রল ছাড়াও সিএনজি মডেল অপশন পাওয়া যাবে। যদি পেট্রোল ভার্সন নিতে চান তাহলে ১.২ লিটার ইঞ্জিন থাকবে, যেটা 90PS পাওয়ার ও 113Nm টর্ক তৈরিতে সক্ষম। এছাড়া CNG মডেলটি 77.5Ps পাওয়ার ও 98.5 Nm টর্ক তৈরী করতে সক্ষম। দুটি মডেলের ক্ষেত্রেই ম্যানুয়াল ৫ স্পিড  জিয়ার ও অটোমেটিক অপশন পাওয়া যাবে।

আরও পড়ুনঃ DA না বাড়লেও কপাল খুলতে চলেছে শিক্ষকদের, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

যদি আপনি ম্যানুয়াল ট্রান্সমিশনের পেট্রোল মডেলটি কেনেন তাহলে ২২.৩৫ কিমি মাইলেজ ও যদি অটোমেটিক ট্রান্সমিশন মডেলটি নেন তালে ২২.৯৪ কিমি মাইলেজ  পেতে পারেন। আর যদি CNG মডেলটি নেন তাহলে ৩০.৬১ কিমি মাইলেজ পেতে পারেন। তবে এই মাইলেজ কোম্পানির দ্বারা ঘোষণা করা হয়েছে। বাস্তবে মাইলেজ আরেকটু কম হতেই পারে।

Maruti Suzuki Baleno Price

আপনি যদি মারুতি বালিনো কিনতে চান তাহলে বেস মডেলটির এক্স শো-রুম দাম পড়বে ৬.৬৬ লক্ষ টাকা। আর সবচেয়ে দামি মডেলটির দাম পড়বে ৯.৮৩ লক্ষ টাকা। এই দামগুলি পেট্রোল মডেলের জন্য। যদি আপনি CNG মডেলটি নিতে ইচ্ছুক হন তাহলে সেটার দাম শুরু হবে ৮.৪০ লক্ষ থেকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group