সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। কারণ দেশের বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) ইন্ডিয়া লিমিটেড ঘোষণা করেছে যে, ১লা এপ্রিল, ২০২৫ থেকে তাদের গাড়ির দাম ৪% বাড়তে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কিন্তু কেন এই দাম বৃদ্ধির ঘোষণা? কোন গাড়ির দাম কতটা বাড়ছে? চলুন বিস্তারিত দেখে নিই।
কেন দাম বাড়ছে মারুতি সুজুকি গাড়ির?
মারুতি সুজুকির তরফ থেকে জানানো হয়েছে উৎপাদন খরচ, কাঁচামালের দাম, স্টিল, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য অটো-পার্টসের মূল্যবৃদ্ধির ফলে তাদের গাড়ির দাম কিছুটা বাড়ানো হচ্ছে। এছাড়াও কোম্পানির অপারেশনাল খরচও বেড়েছে। যার প্রভাব পড়ছে সরাসরি লাভের উপর। তাই এই বাড়তি খরচের কিছুটা অংশ গ্রাহকদের উপরে চাপাতে বাধ্য হচ্ছে তারা।
এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার মূল্যবৃদ্ধি!
জানিয়ে রাখি, এটা প্রথমবার নয়। এটি চলতি অর্থবছরে তৃতীয়বার মারুতি সুজুকির দাম বৃদ্ধির ঘোষণা। জানুয়ারি মাসে ৪% দাম বাড়িয়েছিল মারুতি সুজুকি, যা ঘোষণা করা হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে। এমনকি ফেব্রুয়ারি মাসেও পুনরায় ৪% দাম বাড়িয়েছিল তারা। একই ধারা বজায় রেখে এপ্রিল মাসে তৃতীয়বারের জন্য ৪% দাম বৃদ্ধির ঘোষণা করেছে মারুতি সুজুকি।
এবারের এই দাম বৃদ্ধি মূলত গাড়ির মডেলের উপর নির্ভর করবে। কিছু গাড়ির দাম বেশি বাড়বে, আবার কিছু গাড়ির দাম কম। বিশেষত এন্ট্রি-লেভেল থেকে প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলির দাম বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকছে।
গ্রাহকদের প্রতি বার্তা
মারুতি সুজুকির CEO এবং কোম্পানি সেক্রেটারি সঞ্জীব গ্রোভার জানিয়েছেন, “আমরা সবসময় খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যাতে গ্রাহকদের উপর অতিরিক্ত চাপ না পরে। তবে কিছু সময় বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানোর প্রয়োজন পড়ে। তাই আমরা বাধ্য হচ্ছি দাম বাড়ানোর।”
গাড়ি কেনার সেরা সময় কোনটি?
যদি আপনি মারুতি সুজুকির কোন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে মার্চ মাসের মধ্যেই বুকিং করুন। কারণ এপ্রিল মাস থেকে নতুন দামে গাড়ি কিনতে হবে, যা পকেটে বাড়তি চাপ ফেলবে। ফলে আপনার বাজেটে কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে।
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, এই ঘোষণার পর মারুতি সুজুকির শেয়ারের দাম এক ধাক্কায় ১.৯% বেড়ে গিয়েছে, যা এখন ১১,৭০০/- টাকায় পৌঁছেছে। যদিও এটি এখনো রেকর্ড উচ্চতা ১৩,৬৮০/- টাকার ১৫% নীচে রয়েছে। তাই দেরি না করে দ্রুত সিদ্ধান্ত নিন। কারণ মার্চের মধ্যে গাড়ি কিনে নিলে দাম বাড়ার হাত থেকে কিছুটা রেহাই পাবেন।