শ্বেতা মিত্র, কলকাতাঃ দীপাবলি আসছে। আর দীপাবলি আসবে মানুষ কিছু কিনবে না সেটা তো হতেই পারে না। অনেকেই আছেন যারা কিনা ঘর সাজানোর জিনিস কেনেন, কেউ কেউ আবার জামাকাপড়, গাড়ি, বাড়ি কেনেন। তবে এই দীপাবলিতে আপনিও কি গাড়ি কেনার পরিকল্পনা করছেন? কিন্তু কোন গাড়ি কিনবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আসলে গাড়িপ্রেমীদের জন্য এক নতুন রকমের চমক এনেছে Maruti Suzuki ।
বড় চমক Maruti Suzuki-র
আসলে ভারতের প্রথম সারির গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকি শীঘ্রই নতুন কমপ্যাক্ট সেডান গাড়ি Dzire পরবর্তী জেনারেশন মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। একাধিক রিপোর্টে জানা যাচ্ছে, নতুন মডেলটি এখন দীপাবলির পরে লঞ্চ করা হবে বলে খবর। এবার অনেক নতুন জিনিস দেখা যাবে নতুন ডিজায়ারে বলে দাবি করা হচ্ছে। এবার এটি তার সেগমেন্টের বাকি গাড়িগুলিকে একটি শক্তিশালী প্রতিযোগিতা দেবে। শুধু তাই নয়, সেফটি সংক্রান্ত একাধিক ভালো ফিচারও দেখা যাবে এই নতুন গাড়িতে।
কবে লঞ্চ হবে মারুতির নতুন গাড়ি?
একাধিক রিপোর্ট অনুযায়ী, মারুতি সুজুকির নতুন প্রজন্মের Dzire ফেসলিফ্ট আগামী ১১ নভেম্বর ভারতে লঞ্চ হতে পারে। এর আগে এটি ৪ নভেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল। লক্ষ লক্ষ ডিজায়ার প্রেমীরা এই গাড়ির লঞ্চ হওয়া নিয়ে উচ্ছ্বসিত। এবার অনেক সেগমেন্ট-ফার্স্ট ফিচার জায়গা পেতে পারে নতুন ডিজায়ারে। উল্লেখ্য, Dzire হল Maruti Suzuki-র সর্বাধিক বিক্রিত কমপ্যাক্ট সেডান গাড়ি।
থাকবে Z Series ইঞ্জিন
যা জানা যাচ্ছে, নতুন গাড়িটিতে Z Series ইঞ্জিন থাকবে। যা গাড়িটিকে অন্য এক মাত্রা দেবে। আরও ভাল পারফরম্যান্স এবং মাইলেজের জন্য Z Seriea 3 সিলিন্ডার ইঞ্জিন পাবে যা প্রায় ৮২ এইচপি এবং ১১২ এনএম টর্ক দেবে। এই ইঞ্জিনে থাকবে ৫ স্পিড ম্যানুয়াল এবং ৫ স্পিড এএমটি গিয়ারবক্স। একই ইঞ্জিন বর্তমানে বর্তমান সুইফট গাড়িতেও রয়েছে। কোম্পানি এই ইঞ্জিনটি বিশেষ উন্নত মাইলেজ এবং সলিড পারফরম্যান্সের জন্য ডিজাইন করেছে। এই ইঞ্জিনটি ২৬ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দেয়। এমন পরিস্থিতিতে আশা করা যায় যে এই ইঞ্জিনটি ডিজায়ারে ইনস্টল করার পরে প্রায় ২৫ কিলোমিটার থেকে ২৭ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে।
থাকবে ADAS
ADAS হল উচ্চ মানের একটি সেফটি ফিচার। এবার নতুন ডিজায়ারে নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন গাড়িটিতে ৬টি এয়ারব্যাগ দেওয়া হবে। শুধু তাই নয়, ADAS বা অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স সিস্টেম ইনস্টল করা হবে। প্রথমবারের মতো হাইব্রিড প্রযুক্তি অন্তর্ভুক্ত করা যেতে পারে। এ ছাড়া নতুন মডেলে কোম্পানি সানরুফও দিতে পারে।
থাকবে CNG
রিপোর্ট অনুসারে, নতুন ডিজায়ারের সিএনজি সংস্করণও ভারতেও করা হবে। সূত্রের খবর, নতুন ডিজায়ারে সিএনজি মোডে ৩০-৩২ কিমি/কেজি পর্যন্ত মাইলেজ দেওয়া যাবে। আশা করা হচ্ছে যে এবার নতুন ডিজায়ারটি দুটি সিএনজি ট্যাঙ্কেও পাওয়া যেতে পারে।
নতুন গাড়ির দাম কত হতে পারে?
এবার আসা যাক গাড়ির দাম প্রসঙ্গে। বর্তমানে ডিজায়ারের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬.৫৬ লক্ষ টাকা থেকে। কিন্তু এখন নতুন মডেলে অনেক সেফটি ফিচার অন্তর্ভুক্ত হচ্ছে, যার কারণে গাড়ির খরচ বেড়ে যাবে। নতুন মডেলের দাম শুরু হতে পারে ৬.৯৯ লক্ষ টাকা থেকে।