Tata, Mahindra-র দিন শেষ! সস্তার Maruti Dzire গাড়িও এখন সেফটিতে 5 Star

Published:

maruti suzuki dzire safety
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারতে লঞ্চ হওয়ার আগেই সকলের মনে আলাদাই জায়গা করে নিল Maruti Suzuki Dzire- র নতুন গাড়ি। এক কথায়, এই গাড়ির জন্য মারুটি সুজুকি কোম্পানির মুকুটে নয়া পালক জুড়ল। সুরক্ষার দিক থেকে এই গাড়িটি যে কতটা নিরাপদ সেটা হাতেনাতে প্রমাণ পেলেন সবাই। মারুতি সুজুকি নতুন গাড়িটি পেল ৫ স্টার রেটিং। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

New Maruti Suzuki Dzire Safety

আসলে জানা গিয়েছে, Maruti Suzuki Dzire 2024 লঞ্চের আগে NCAP তার ক্র্যাশ টেস্টের ফলাফল প্রকাশ করেছে। উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত, নিউ ডিজায়ার একটি ৫ স্টার রেটিং পেয়েছে। এ ছাড়া শিশুদের নিরাপত্তার কথা ভেবে গাড়িতে যা করা হয়েছে সেটার জন্য গাড়িটিকে দেওয়া হয়েছে ৪ স্টার। এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করা হয়েছে GNCAP -র তরফে।

GNCAP -র তরফে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যে ক্র্যাশ পরীক্ষার সময় চালকের মাথা সম্পূর্ণ নিরাপদ ছিল। এছাড়াও Side Impact পরীক্ষায় প্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া স্ট্যান্ডার্ড হিসেবে থ্রি-পয়েন্ট সিট বেল্ট ও আই-সাইজ অ্যাঙ্করেজ রাখা হয়েছে।

কবে লঞ্চ হবে মারুতির এই নতুন গাড়ি?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ভারতে কবে এই গাড়িটি লঞ্চ হবে? ১১ নভেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে মারুতি ডিজায়ারের পঞ্চম প্রজন্মের মডেল। এই গাড়িতে রয়েছে ১.২ লিটার, ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join