পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কী নতুন গাড়ি নেওয়ার কথা ভাবছেন? বাড়তে থাকা পেট্রোল ও ডিজেলের দামের জেরে ইভি কেনার প্ল্যান করছেন? তাহলে আজকের প্রতিবেদনটি একেবারে আপনার জন্য। কারণ আজ এমন একটি ইলেকট্রিক গাড়ির সম্পর্কে জানাবো যেটা ৫০০ কিমি মাইলেজ দিতে সক্ষম একবার ফুল চার্জে। অবশ্য লুকস কিংবা ফিচারস কোন ক্ষেত্রেই কমতি নেই। সম্প্রতি Auto Expo 2025 এ মারুতি সুজুকি ই-ভিটারা মডেলটিকে দেখা গিয়েছে।
মারুতি সুজুকি ই ভিটারা | Maruti Suzuki E Vitara
দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকার মধ্যে রয়েছে Maruti Suzuki-র একাধিক গাড়ি। আর এবার ইলেকট্রিক গাড়ির সেগমেন্ট কাপাতে চলেছে মারুতি সুজুকি ই ভিটারা ইলেকট্রিক মডেলটি। কম্প্যাক্ট সাইজের এই গাড়িটিতে সমস্ত অত্যাধুনিক সুযোগ-সুবিধা থেকে শুরু করে দুর্দান্ত সেফটি ফিচারস রয়েছে। তাই আপনি যদি নতুন বছরে একটা নতুন ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভেবে থাকেন, এই মডেলটিকে অবশ্যই চেক আউট করতে পারেন। যদিও এই মডেলটি কবে লঞ্চ হতে চলেছে সেই সম্পর্কে এখনও কিছুই অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।
ডিজাইন ও ফিচার্স
ছোট কম্প্যাক্ট ইলেকট্রিক SUV নিতে চাইলে e Vitara যে কারোর নজর আকর্ষণ করতে বাধ্য। প্রিমিয়াম ডিজাইনের গাড়িটিতে একেবারে ইউনিক ডিজাইনের হেডলাইড দেওয়া রয়েছে, একইসাথে রয়েছে এরোডাইনামিক অ্যালয় হুইল। ভিতরে ইন্টিরিয়র একেবারে মডার্ন ফিল এনে দেয়। মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, অ্যাম্বিয়েন্ট লাইটিং থেকে শুরু করে সানরুফও দেওয়া আছে। তবে সানরুফ খোলে না।
আরও পড়ুনঃ একবার বিনিয়োগে আজীবন মোটা আয়, রইল হাই ডিমান্ড অথচ ইউনিক ব্যবসার আইডিয়া
সেফটির দিক থেকেও কোনো অংশে কম নয় মারুতি সুজুকির ই-ভিটারা। সব মিলিয়ে মোট ৭ টি এয়ার ব্যাগ রয়েছে, একইসাথে ইলেকট্রিক পার্কিং ব্রেক, অটো হোল্ড থেকে ও অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম রয়েছে। ৫ সিটার এই গাড়িটিতে ‘All Grip-e’ নামের একটি স্পেশ্যাল ফিচার রয়েছে যেটা ফোর হুইল ড্রাইভ মোড চালু করে দেয়।
ইঞ্জিন ও মাইলেজ
আগেই বলা হয়েছে যে গাড়িটি একটি ইলেকট্রিক গাড়ি। এতে 49kWh ও 61kWH এর এর দুটি ব্যাটারি রয়েছে। যেটা এক বার ফুল চার্জ করে নিলে ৫০০ কিমি পর্যন্ত চলতে পারে। তাছাড়া গাড়িটিকে তিনটি আলাদা আলাদা মোডে চালানো যেতে পারে। একটি ইকো, আরেকটি নরমাল ও শেষে স্পোর্ট মোড। ইকো মোডে চালালে সবচেয়ে বেশি মাইলেজ পাওয়া যাবে আর স্পোর্ট মোডে চালালে সবচেয়ে কম।
আরও পড়ুনঃ রিচার্জ না করলেও এতদিন চালু থাকবে SIM! Jio, Airtel, BSNL-র জন্য নয়া নিয়ম TRAI-র
Maruti Suzuki E Vitara Price
গাড়িটি এবছর অটো এক্সপোতে দেখা গিয়েছে, নির্দিষ্ট করে কোনো লঞ্চের তারিখ জানানো হয়নি। তাই আপনি যদি এই গাড়িটি নিতে চান তাহলে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আশা করা হচ্ছে গাড়ীটির দাম ১৭ লক্ষ থেকে ২০ লক্ষের মধ্যেই শুরু হবে। তবে উপগ্রেডেড মডেলগুলির দাম আরও বেশি হবে।