Indiahood-nabobarsho

ভালো মাইলেজ, ফিচার্স! ১১ মাসে রেকর্ড বিক্রি, বাজার কাঁপাচ্ছে Maruti-র সস্তার SUV

Published on:

maruti suzuki grand vitara made more than 115000 sales till november this year

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভারতের বাজারে বিক্রি হওয়া গাড়ির সিংহভাগই যে কোম্পানির সেটা হল মারুতি সুজুকির (Maruti Suzuki)। তাই প্রতিবছর গাড়ি বিক্রির সংখ্যা বাড়ার সাথে সাথে নতুন রেকর্ড তৈরি করছে কোম্পানি। জানলে অবাক হবেন, বিগত ১১ মাসে মোট ১,১৫,৬৫৪টি গাড়ি বিক্রি করেছে মারুতি সুজুকি। যার মধ্যে একটি SUV গাড়ি এমন রয়েছে যেটা দুর্দান্ত ফিচার্স ও মাইলেজ অফার করে মন জিতে নিয়েছে সকলের। আজকের প্রতিবেদনে সেই গাড়িটি সম্পর্কেই জানাবো আপনাদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মারুতি গ্রান্ড ভিটারা । Maruti Grand Vitara

মারুতি সুজুকির গ্রান্ড ভিটারা যেমন দেখতে সুন্দর তেমনই ফিচার্সে ভরপুর। সামনে বোল্ড গ্রিলি ডিজাইনের সাথে অত্যাধুনিক ফিচার্স যেমন ৩৬০ ক্যামেরা ভিউ, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থেকে ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এর মত সুবিধা থাকছে। এখানেই শেষ নয়, ড্রাইভার ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে গাড়িটিতে ৬টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে। যার ফলে এটি ভারতের সবচেয়ে নিরাপদ গাড়ির মধ্যে অন্যতম একটি।

২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত যে সেল রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে গ্রান্ড ভিটারা বাকি প্রতিযোগীদের জব্বর টেক্কা দিয়েছে। বাজারে পাঞ্চ, ক্রেটা, ব্রীজা, নেক্সন থেকে ফ্রনন্সকে পিছনে ফেলে দিয়েছে। তাই আগামী দিনেও গাড়িটি ভালো বিক্রি হবে বলেই আশা করা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মারুতি গ্রান্ড ভিটারার ইঞ্জিন

মার্কেটে অনেক গাড়ি রয়েছে যাতে সমস্ত ইঞ্জিন ভেরিয়েন্ট অপশন পাওয়া যায় না। তবে গ্রান্ড ভিটারার ক্ষেত্রে একটা বা দুটো নয় বরং তিনটি ইঞ্জিন অপশন থাকছে। ১.৫ লিটার পেট্রল মাইল্ড হাইব্রিড, ১.৫ লিটার পেট্রল স্ট্রং হাইব্রিড ও ১.৫  লিটার পেট্রল সিএনজি ভেরিয়েন্ট। এর মধ্যে আপনার পছন্দমত যে কোনোটি বেছে নিতে পারেন।

Maruti Grand Vitara Price

ইঞ্জিন থেকে ফিচার্স সম্পর্কে তো জানা হল, এবার আসা যাক দামের প্রসঙ্গে। Maruti Grand Vitara এর বেস মডেল Smart Hybrid Sigma ১০. ৯৯ লক্ষ টাকা থেকে শুরু। সব মিলিয়ে মোট ১২টি মডেল রয়েছে যার সবচেয়ে হাই এন্ড মডেল Grand Vitara Strong Hybrid Alpha + এর দাম প্রায় ২০ লক্ষ টাকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group