এবার জাপান কাঁপাবে মেড ইন ইন্ডিয়া Maruti Jimny, তবে অন্য নামে হবে লঞ্চ

Published:

maruti about to launch jimmy in japan with new name nomade
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ  ভারতের গাড়ি প্রস্তুতকারী সংস্থার মধ্যে অন্যতম মারুতি সুজুকি (Maruti Suzuki)। প্রতিবছর দেশের মোট যত সংখ্যক গাড়ি বিক্রি হয়ে তার সিংহভাগই মারুতি কোম্পানির। বেস্ট সেলার মডেলগুলিতে আপগ্রেডের পাশাপাশি একধিক নয়া মডেলও লঞ্চ করা হয়ে কোম্পানির তরফ থেকে। এমনই একটি মডেল হল জিমনি (Maruti Jimny)। ভারতে সেভাবে বাজার দখল না করতে পারলেও এবার জানা যাচ্ছে বিদেশের মাটিতে রেকর্ড করতে পারে মারুতি।

বিদেশে লঞ্চ হচ্ছে মারুতি সুজুকির জিমনি | Maruti Suzuki Launching Jimny abroad

ফোর বাই টু মডেলের এই গাড়িটি জাপানে লঞ্চ করতে চলেছে মারুতি। যেমন আকর্ষণীয় ডিজাইন তেমন দমদার ইঞ্জিনের পাওয়ারফুল এই গাড়িরই জাপানি গাড়ির মার্কেটে দেদার বিক্রি হবে বলেই আশা করা হচ্ছে। তবে বিদেশের বাজারে Jimny নয় বরং Nomade নাম লঞ্চ হতে চলেছে গাড়িটি। চলুন আজকের প্রতিবেদনে গাড়ীটির ফিচার্স সম্পর্কে জেনে নেওয়া যাক।

মারুতি জিমনি গাড়ির ফিচার্স

সবার আগেই যেটা নজর কাড়ে সেটা হল গাড়ির ডিজাইন। জিপের মত ডিজাইনের এই ফোর বাই টু মডেলের গাড়িটিতে ৫টি দরজা রয়েছে। হ্যাঁ, ঠিকই দেখছেন ডান ও বা দিকে দুটি ছাড়াও পিছনেও একটি দরজা রয়েছে। সামনে LED হেডলাইট থেকে শুরু করে ইন্টিয়াররে ৯ ইঞ্চির স্মার্ট প্লে প্রো প্লাসের ইনফোটেনমেন্ট সিস্টেম থাকছে।

তবে ফিচার্সের এখানেই শেষ নয়, যাত্রীদের সেফটির জন্য ৬টি এয়ারব্যাগ থাকছে। এছাড়াও ইলেক্ট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড অ্যাসিস্ট, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মত অত্যাধুনিক ফিচার্স থাকছে। একইসাথে গাড়িটিতে অল গ্রিপ প্রো এর 4WD সিস্টেম থাকছে যার ফলে ফোর হুইল ড্রাইভের মজা নেওয়া যাবে ও অফ রোডিংয়েও দুর্দান্ত পারফর্মেন্স মিলবে।

আরও  পড়ুনঃ ২৬ কিমি মাইলেজ, ADAS সিস্টেমের সাথে নয়া মডেল আনছে Maruti

ইঞ্জিন ও মাইলেজ

মারুতি জিমনিতে 1.5 লিটারের চার সিলিন্ডার ইঞ্জিন থাকছে। যেটা 105bhp এর পাওয়ার ও 134Nm এর টর্ক তৈরিতে সক্ষম। গাড়িটি ৫ স্পিড ম্যানুয়াল ও ৪ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ার বক্স অপশনে পাওয়া যাবে। যদি আপনি অটোমেটিক মডেলটি নেন তাহলে ১৬.৩৯ কিমি ও যদি ম্যানুয়াল মডেলটি নেন তাহলে ১৬.৯৪ কিমির মাইলেজ পাবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join