সেরা লুক, ফ্লেক্স-ফুয়েল ও সিএনজি মডেলে নতুন গাড়ি আনছে Maruti

Published on:

maruti new car

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতে ছোট গাড়ির বাজারে ধীরে ধীরে কমে আসছে। তবে Suzuki এখনো পিছপা হয়নি। তারা ছোট গাড়ির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী। বিশাল জনগোষ্ঠী এবং একাধিক ক্রেতার কথা মাথায় রেখে সংস্থাটি বাজারে নিয়ে আসছে এক নতুন এন্ট্রি-কার। এই নতুন মডেলটি পাওয়া যাবে হালকা-হাইব্রিড (Mild-Hybrid), CNG এবং ফ্লেক্স-ফুয়েল (Flex-Fuel) ভ্যারিয়েন্টে। চলুন বিস্তারিত জেনে নিই এই গাড়িটি সম্পর্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Suzuki-এর নতুন পরিকল্পনা

সম্প্রতি Suzuki তাদের মধ্যমেয়াদী পরিকল্পনা (FY2025-FY2030) ঘোষণা করেছে। যেখানে তারা ভারতের জন্যে একটি নতুন গাড়ি নিয়ে আসার কথা চিন্তা করেছে। যদিও তারা এখন আনুষ্ঠানিকভাবে এই গাড়ির নাম বা নির্দিষ্ট ক্যাটাগরি প্রকাশ করেনি। তবে  অপশন থাকার কারণে অনুমান করা হচ্ছে এটি Alto ও Celerio-র উপরে B-সেগমেন্টের একটি মডেল হিসেবে তৈরি করা হতে পারে।

Suzuki-এর প্রেসিডেন্ট তোশিহিরো সুজুকি জানিয়েছেন, ভারতে এখনো বহু মানুষ রয়েছে যারা মোটরসাইকেল থেকে প্রথমবার গাড়ির দিকে পা বাড়াতে চান। এই ক্রেতাদের জন্য সংস্থাটি এই সাশ্রয়ী মূল্যের গাড়ি আনছে। তিনি আরো বলেছেন, “একটি মাত্র ফুয়েল অপশনে নির্ভরশীল হওয়া খুবই কঠিন। বিশেষ করে ভারতের মতো বাজারে। তাই আমরা একাধিক প্রযুক্তির মাধ্যমে গাড়িটি তৈরি করার পরিকল্পনা করেছি। শুধুমাত্র EV-এর উপর নির্ভর করবো না।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতে Suzuki-এর ভবিষ্যৎ

Suzuki বিশ্বাস করে, ভারতীয়দের বার্ষিক গড় আয় 5 লাখ টাকা থেকে 13 লাখ টাকার মধ্যে থাকলে তারা এই নতুন গাড়ি কিনতে পারবে। সূত্র অনুযায়ী, 2023 সালে এমন পরিবারের সংখ্যা ছিল 8.9 কোটি, যা 2030 সালের মধ্যে বেড়ে দাঁড়াবে 12.6 কোটি। তবে দূষণ নিয়ম এবং নিরাপত্তার মান বাড়ানোর ফলে ছোট গাড়ির দাম দিন দিন বেড়ে চলেছে। যার ফলে অনেকেই পুরনো গাড়ি কেনার দিকে পা বাড়াচ্ছেন। তা সত্ত্বেও Suzuki মনে করছে, ভারতের বাজারে ছোট গাড়ির ধারা বজায় থাকবে এবং সংস্থাটি নতুন মডেল নিয়ে এসে বাজারে নিজেদের স্থান আবারও শক্ত করবে। 

আরও পড়ুনঃ অনলাইনে মাত্র ১০ মিনিটেই হয়ে যাবে PAN কার্ড, জেনে রাখুন পদ্ধতি

কবে আসবে নতুন মডেল?

Suzuki 2030 সালের মধ্যেই নতুন এন্ট্রি-লেভেল গাড়িটি বাজারে আনতে চাইছে। তবে নির্দিষ্ট লঞ্চের সময় এখনো জানানো হয়নি। এখন দেখার বিষয়, Suzuki-এর এই নতুন উদ্যোগ ভারতীয় ক্রেতাদের মধ্যে কিরকম সাড়া ফেলে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group