সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে বর্তমানে SUV এর চাহিদা তুঙ্গে। গ্রাম থেকে শহর, SUV কিনতে সবাই চায়। তবে এই বাড়তি চাহিদার কথা মাথায় রেখে মারুতি সুজুকি একের পর এক SUV মডেল (Maruti Suzuki SUV) বাজারে আনছে। কোম্পানিটি তাদের ইউটিলিটি ভেহিকেল সেগমেন্ট 2 এবার আরও শক্তিশালী করতে চারটি নতুন SUV বাজারে নিয়ে আসছে, আর প্রতিটি গাড়িই আলাদা দামের এবং আলাদা গ্রাহক শ্রেণীর কথা ভেবে তৈরি করা। কিনু কোন কোন মডেল?
Maruti Suzuki e-Vitara
মারুতি সুজুকি ইলেকট্রিক ভেহিকেল দুনিয়ায় পা রাখতে চলেছে মূলত e-Vitara মডেলের মাধ্যমেই। জানা গিয়েছে, 2025 সালের ডিসেম্বর মাস নাগাদ লঞ্চ হতে পারে এই মডেল। আর এটি মারুতির নতুন Heartect প্ল্যাটফর্মে তৈরি হবে এবং সেফটির দিক থেকে আধুনিক মান বজায় রেখেই তৈরি করা হবে। জানা যাচ্ছে, এই ইলেকট্রিক SUV দুটি ব্যাটারির বিকল্পে আসবে। আর দুটিতেই ফার্স্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। বড় ব্যাটারির ভেরিয়েন্টটি এক চার্জেই 500 কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে। এই গাড়িতে থাকবে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, প্যানোরামিক সানরুফ, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে সহ বেশ কিছু প্রিমিয়াম সুবিধা।
7 সিটার Grand Vitara
যারা 5 সিটের SUV-তে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য বিরাট সুখবর। কারণ, মারুতি এবার 7 সিটার লঞ্চ করার পথে। আর এই গাড়িটি সরাসরি Mahindra XUV700 এবং Tata Safari মডেলগুলোর সঙ্গে টক্কর দেবে। তাই যদি প্রোজেক্টটি অনুমোদন পায়, তাহলে আগামী দু’বছরের মধ্যেই হয়তো 7 সিটার Grand Vitara রাস্তায় নামতে পারে। শক্তিশালী ইঞ্জিন থেকে শুরু করে আরামদায়ক সিট আর আধুনিক সেফটি ফিচারের মাধ্যমে এই গাড়ি গ্রাহকদের যে মন কাড়বে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
নতুন মাইক্রো SUV
মারুতি সুজুকি এবার তাদের নতুন মাইক্রো SUV তৈরি করছে, যা 2026 সালের শেষ নাগাদ বা 2027 সালের শুরুতেই বাজারে আত্মপ্রকাশ করতে পারে। আর এটি মূলত Brezza এর সেগমেন্টেই থাকবে এবং Tata Punch ও Hyundai Exter মডেলগুলির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আর এর সবথেকে বড় আকর্ষণ হবে নতুন প্রজন্মের ইন-হাউস হাইব্রিড ইঞ্জিন যা 35 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দেবে। ফলত, মাইলেজের দিক থেকে এই গাড়ি যে অন্যান্য SUV এর সাথে টক্কর দেবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ বাংলার আকাশে ফের দুর্যোগ! নিম্নচাপ বদলে যাচ্ছে ঘূর্ণাবর্তে! কোথায় হবে ল্যান্ডফল?
Fronx Hybrid
মারুতি সুজুকি তাদের জনপ্রিয় Fronx Hybrid গাড়িটি এবার হাইব্রিড ভার্সনে বাজারে নিয়ে আসছে। জানা গিয়েছে, এতে Smart Hybrid প্রযুক্তি দেওয়া থাকবে, যা বর্তমানে এক্সপোর্ট ভার্সন Dzire মডেলেই ব্যবহার করা হয়। আর নতুন Fronx Hybrid-এ আরও কিছু প্রিমিয়াম ফিচার যুক্ত করা হতে পারে। যেমন— ADAS, উন্নত ইনফোটেইনমেন্ট সিস্টেম।












