35Km মাইলেজ, হাইব্রিড ইঞ্জিন, দাম ৮ লাখ! আসছে Maruti-র নতুন SUV

Published on:

maruti suzuki fronx price

শ্বেতা মিত্র, কলকাতাঃ জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা Maruti Suzuki  ভারতীয় বাজারে ঠিক কতটা জনপ্রিয় সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। মারুতির গাড়ি বাজারে লঞ্চ হওয়া মানেই হিট। ভারতীয়দের চাহিদার কথা মাথায় রেখেই মারুতি তাদের গাড়ি তৈরী করে থাকে। এবার জনপ্রিয় একটি মডেলের নতুন ভার্সন নিয়ে আসছে Maruti Suzuki । বলার অপেক্ষা রাখে না যে ইতিমধ্যে ভারতীয় অটোমোবাইল প্রেমীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করেছে। কোন গাড়ির কথা আমরা আলোচনা করছি? এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাকে জানাবো Maruti Suzuki Fronx Facelift এর কথা।

বড় চমক Maruti-র

WhatsApp Community Join Now

আগামী দিনের কথা মাথায় রেখে বৈদ্যুতিক গাড়ির চেয়ে হাইব্রিড গাড়ির দিকেই বেশি নজর দিচ্ছে মারুতি সুজুকি। সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে মারুতি সুজুকি তাদের জনপ্রিয় Fronx-এর ফেসলিফ্ট মডেল নিয়ে আসতে চলেছে, এই গাড়িতে থাকতে চলেছে হাইব্রিড ইঞ্জিন। রিপোর্ট অনুযায়ী, মারুতি সুজুকি সামনের বছরের শুরুর দিকে উন্নতি প্রযুক্তির সাথে গাড়িটির নতুন মডেল চালু করতে পারে।

আগামী বছরের অটো এক্সপো ২০২৫-এ নতুন এই গাড়ি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। হাইব্রিড ইঞ্জিন থাকলে নতুন মারুতি ফ্রঙ্কস আরও ভাল মাইলেজ পাবে এমনটাও ধরে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এই পাওয়ারট্রেনের মাধ্যমে নতুন ফ্রনক্স ফেসলিফট প্রতি লিটারে ৩৫ কিলোমিটারের বেশি মাইলেজ দেওয়ার ক্ষমতা রাখতে পারে।

Maruti Suzuki Fronx Price

Maruti Suzuki Fronx লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই ১০ মাসেরও কম সময়ে ১ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে।  সুজুকি ফ্রঙ্কস দ্রুততম বিক্রি হওয়া এসইউভির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। ১৭ মাসের মধ্যে তা ২ লক্ষের গণ্ডি পেরিয়ে যায়। ভারতীয় বাজারে বিশাল সাফল্যের সাথে সাথে ফ্রঙ্কস ইতিমধ্যে আফ্রিকান এবং ল্যাটিন আমেরিকার বাজারেও ছাপ রাখতে শুরু করেছে। নতুন সুবিধার সঙ্গে নতুন হাইব্রিড মডেলের এই গাড়ির দাম বর্তমান মডেলের চেয়ে বেশি হতে চলেছে। বলে দিই, বর্তমানে Fronx-র যেই মডেল বাজারে চলছে তার বেস ভ্যারিয়েন্টের দাম ৭.৫১ লক্ষ টাকা। আশা করা হচ্ছে নতুন এই মডেল ৮ লাখ বা তার থেকে একটু বেশি হতে পারে।

মারুতির এই গাড়ির সবচেয়ে বড় ফিচার হচ্ছে এর ডিজাইন, মারুতি সুজুকির সবচেয়ে স্টাইলিশ এসইউভি বলতে পারেন। শুধু তাই নয়, এর ইন্টেরিয়রও বেশ স্টাইলিশ। কিছুটা স্পোর্টি পাবেন এই গাড়িতে। তবে তার থেকেও বড় কথা ফ্রঙ্কস বিক্রির আরেকটি বড় কারণ হল এর পারফরম্যান্স। সেই সঙ্গে ভাল মাইলেজ ও সাধ্যের মধ্যে থাকা দাম। এই দুটো দিক মারুতি গাড়িকে করে তোলে অনন্য।

সঙ্গে থাকুন ➥
X