সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে দেশজুড়ে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা তুঙ্গে। পেট্রোল-ডিজেলের দাম তো হু হু করে বাড়ছে। তাই মানুষ এখন বিকল্প শক্তির দিকেই পা বাড়াচ্ছে। পরিবেশবান্ধব, সাশ্রয়ী আর আধুনিকতার ছোঁয়ায় ইলেকট্রিক গাড়ি এখন মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে। আর এবার সেই দৌড়ে নাম রাখল জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki)। এই কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক SUV e-Vitara বাজারে আনছে।
ডিসেম্বরেই ভারতে মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক SUV
মারুতির তরফ থেকে তাদের প্রথম SUV মডেলটি আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ দেখানো হয়েছে। কোম্পানি বলছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই ভারতের বাজারে এই গাড়ি আসবে। আর এই গাড়ি তৈরি করা হয়েছে ভারতের সবথেকে জনপ্রিয় গাড়ি SUV সেগমেন্টেই। তাই বাজারে এর প্রতিযোগিতা যে তুঙ্গে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, গুজরাটের হানসালপুরে মারুতির উৎপাদন কারখানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই গাড়ির ফ্লাগ উড়িয়েছিলেন। সেই মুহূর্ত থেকেই খবরের শিরোনাম এখন e-Vitara। আর আগস্ট মাসে এই গাড়ির ম্যাস প্রোডাকশন শুরু হয়েছে এবং জানা যাচ্ছে, ইতিমধ্যেই 6 হাজারের বেশি ইউনিট বিদেশে পাঠানো হয়ে গিয়েছে।
100টির বেশি দেশে হচ্ছে রপ্তানি
প্রসঙ্গত, গুজরাটের পিপাভব বন্দর থেকে প্রথম দফায় 2900টি গাড়ি পাঠানো হয়েছে ইউরোপের মোট 12টি দেশে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ইউকে, জার্মানি, নরওয়ে, ফ্রান্স ইত্যাদি। আর মেড ইন ইন্ডিয়ার ইলেকট্রিক SUV রপ্তানির পরিকল্পনা রয়েছে প্রায় 100টির বেশি দেশে। আর এটি মারুতির জনপ্রিয় Victoris SUV এর পরেই বাজারে আসছে। উল্লেখ্য, Victoris কয়েক সপ্তাহের মধ্যেই 25 হাজারের বেশি বুকিং পেয়েছিল। ফলে e-Vitara এবার নতুন রেকর্ড করবে তা বলার অপেক্ষা রাখে না।
#MakeinIndia historic moment!#MarutiSuzuki has shipped over 2,900 units of its first Battery Electric Vehicle, the e VITARA, to 12 European countries.
On 26th August, Hon’ble @PMOIndia Shri @narendramodi commemorated the start of production of e VITARA in Gujarat, hailing… pic.twitter.com/124OBPZT9b
— Maruti Suzuki (@Maruti_Corp) September 1, 2025
দাম, ব্যাটারি ও রেঞ্জ
জানা যাচ্ছে, এই গাড়িটি মারুতির Nexa শোরুমের মাধ্যমে বিক্রি করা হবে। আর এর দাম মোটামুটি 17 লক্ষ টাকা থেকে শুরু হতে পারে। গাড়িটিতে দুটি এলইডি ব্যাটারি প্যাক থাকবে, যার মধ্যে একটি 48.8 কিলোওয়াট আওয়ার এবং আরেকটি 61.1 কিলোওয়াট আওয়ার ব্যাটারি রয়েছে। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলেই গাড়িটি 500 কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে।
আর e-Vitara মূলত তিনটি ভ্যারিয়েন্টে বাজারে আসছে। সেগুলি হল Delta, Zeta এবং Alpha। জানা গেছে, ছোট ব্যাটারির ভার্সনটি 144 PS পাওয়ার ও 192.5 Nm টর্ক উৎপন্ন করবে। আর বড় ব্যাটারির ভার্সনটি 174 PS পাওয়ার ও 192.5 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। পাশাপাশি DC ফার্স্ট চার্জিং প্রযুক্তিতে মাত্র 50 মিনিটেই 0 থেকে 80% চার্জ হবে।
আরও পড়ুনঃ ‘রাতে মেয়েদের বেরোতে দেওয়া উচিৎ না!’ দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ খুললেন মমতা
ফিচার্সে ভরপুর
এই ইলেকট্রিক e-Vitara গাড়িতে এবার এমন সব ফিচার দেওয়া হচ্ছে, যা ভারতের বাজারে আগে কখনও দেখা যায়নি। এই গাড়িতে রয়েছে 10.25 ইঞ্চির একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 10.1ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, 10-way অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, Level 2 ADAS, সাত-সাতটি এয়ারব্যাগ এবং 360 ডিগ্রি ক্যামেরা।
মোদ্দা কথা, সব মিলিয়ে ভারতের বাজারে প্রিমিয়াম ইলেকট্রিক SUV হতে চলেছে এটি। তাই এখন শুধুমাত্র কিছুদিনের অপেক্ষা। ডিসেম্বর নাগাদই হয়তো e-Vitara ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে।