সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড অবশেষে সেই নতুন SUV Maruti Suzuki Victoris বাজারে নিয়ে এল। গতকাল অর্থাৎ সোমবার Victoris এর দাম ঘোষণা করেছে সংস্থা। এর দাম শুরু হচ্ছে মাত্র 10.50 লক্ষ টাকা থেকে। আগামী 22 সেপ্টেম্বর থেকেই দেশের বাজারে এই গাড়িটি অফিসিয়াল ভাবে বিক্রি শুরু হবে। তবে ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, Victoris প্রথম দিন থেকেই সুরক্ষার জন্য নজর কেড়েছে। এই গাড়িটি Global NCAP এবং Bharat NCAP, দু’জায়গাতেই 5-স্টার রেটিং পেয়েছে। ফলে সবথেকে নিরাপদ মারুতি গাড়ি হিসেবেই এটিকেই ধরা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, এই গাড়ির ভ্যারিয়েন্ট-ভিত্তিক দাম।
Maruti Suzuki Victoris-র দাম
1.5L NA Smart Hybrid (Petrol) – 5MT | |
মডেল | দাম |
LXi | 10,49,900 টাকা |
VXi | 11,79,900 টাকা |
ZXi | 13,56,900 টাকা |
ZXi (O) | 14,07,900 টাকা |
ZXi+ | 15,23,900 টাকা |
ZXi+ (O) | 15,81,900 টাকা |
1.5L NA Smart Hybrid (Petrol) – 6AT | |
মডেল | দাম |
VXi | 13,35,900 টাকা |
ZXi | 15,12,900 টাকা |
ZXi (O) | 15,63,900 টাকা |
ZXi+ | 17,18,900 টাকা |
ZXi+ (O) | 17,76,900 টাকা |
1.5L NA Smart Hybrid (Petrol) – AllGrip Select (6AT) | |
মডেল | দাম |
ZXi+ | 18,63,900 টাকা |
ZXi+ (O) | 19,21,900 টাকা |
Strong Hybrid (e-CVT) | |
মডেল | দাম |
VXi | 16,37,900 টাকা |
ZXi | 17,79,900 টাকা |
ZXi (O) | 18,38,900 টাকা |
ZXi+ | 19,46,900 টাকা |
ZXi+ (O) | 19,98,900 টাকা |
1.5L NA Petrol S-CNG – 5MT | |
মডেল | দাম |
LXi | 11,49,900 টাকা |
VXi | 12,79,900 টাকা |
ZXi+ | 14,56,900 টাকা |
Maruti Suzuki Victoris গাড়ির ইঞ্জিন এবং স্পেসিফিকেশন
জানা গিয়েছে, Victoris-এ দুটি প্রধান ইঞ্জিন অপশন থাকবে। প্রথমত, 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যেটি 103 bhp পাওয়ার এবং 167 Nm টর্ক উৎপন্ন করতে পারে। এতে থাকবে 5-স্পিড ম্যানুয়াল বা 6-স্পিড অটো গিয়ার বক্স। এমনকি গাড়িটি সিএনজি ভার্সনেও মিলবে, যেখানে 87 bhp শক্তি উৎপন্ন করতে পারবে। দ্বিতীয়ত, গাড়িটিতে থাকবে 1.5 লিটার স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিন, যেটিতে ই-সিভিটি গিয়ার-বক্স থাকবে এবং গাড়িটির মাইলেজ দেবে 28.65 কিলোমিটার প্রতি লিটার।
Tech. Style. Safety. Performance. All packed at a price that stuns. Now, it’s truly #GotItAll.
#Victoris #VictorisSUV #MarutiSuzukiVictoris #MarutiSuzukiArena pic.twitter.com/3EnXc6g2c8— Maruti Suzuki Arena (@MSArenaOfficial) September 16, 2025
আরও পড়ুনঃ CBSE বোর্ডের নয়া নিয়ম, না মানলেই বসা যাবে না দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায়
Victoris গাড়ির মাইলেজ
বলে রাখি, 1.5L NA Petrol (MT) ইঞ্জিনটি প্রতি লিটার পেট্রোলে 21.18 কিলোমিটার মাইলেজ দেবে, 1.5L NA Petrol (AT) ইঞ্জিনটি প্রতি লিটার পেট্রোলে 21.6 কিলোমিটার মাইলেজ দেবে। পাশাপাশি AWD ভ্যারিয়েন্ট প্রতি লিটারে 19.7 কিলোমিটার মাইলেজ যাবে এবং CNG ভ্যারিয়েন্ট প্রতি কেজিতে 27.02 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। এমনকি স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টে প্রতি লিটার পেট্রোলে 28.65 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।