সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য এবার দারুণ সুখবর। Maruti Suzuki তাদের জনপ্রিয় Wagon R মডেলে বিশাল ডিসকাউন্ট ঘোষণা করেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আগে এই গাড়িটির উপর ৪৮,১০০/- টাকা ছাড় দেওয়া হচ্ছিল। কিন্তু জানলে অবাক হবেন, এবার সেই ছাড়ের পরিমাণ আরো বাড়িয়ে ৬৩,১০০/- টাকা করা হয়েছে।
তবে মনে রাখবেন, এই সুযোগটি সীমিত সময়ের জন্যই। আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে এই অফারটি লুফে নিতে হবে। দেশের অন্যতম বেস্টসেলিং ফ্যামিলি কার হওয়ার পাশাপাশি এই বিশাল ছাড় গাড়িটির বিক্রি কয়েকগুন বাড়িয়ে দেবে তা বলাই যায়।
কোন মডেলে কত ছাড়?
সূত্র বলছে, Wagon R MY 2024 এবং MY 2025-এর উপর এই ছাড় দেওয়া হচ্ছে। এই গাড়ির উপর মোট ৬৩,১০০/- টাকা ছাড় দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। তবে মনে রাখবেন, এই অফারটি চলবে আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে অফারের সঠিক তথ্য জানতে নিকটস্থ Maruti Suzuki ডিলারশিপের সঙ্গে যোগাযোগ করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
Wagon R কেন এত জনপ্রিয়?
বর্তমানে Wagon R সবারই পছন্দের একটি গাড়ি। এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে। প্রথমত এই গাড়িটি ১.০ লিটার এবং ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, দুই ধরনের বিকল্পেই উপলব্ধ। পাশাপাশি CNG-তে ৩৪.০৪ কিমি/কেজি এবং পেট্রোলে ২৫ কিমি/লিটার মাইলেজ দেয় এই গাড়িটি। এখানেই শেষ নয়। ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন অপশনও যুক্ত রয়েছে এই গাড়িতে। এছাড়া ছোট পরিবার বা দীর্ঘ ভ্রমণের জন্য আদর্শ এই গাড়িটি।
Wagon R-এর আরও সব ফিচারস
Wagon R-এর আরও কিছু উল্লেখযোগ্য ফিচারস যুক্ত করা হয়েছে। যার কারণে এই গাড়িটির জনপ্রিয়তা আরো বেড়েছে। যেমন ৭-ইঞ্চির SmartPlay Studio টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম যুক্ত করা হয়েছে। পাশাপাশি স্মার্টফোন নেভিগেশন এবং প্রিমিয়াম ৪-স্পিকার সাউন্ড সিস্টেম যুক্ত করা হয়েছে এই গাড়িটিতে। নিরাপত্তা ফিচারস নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই গাড়িটিতে রয়েছে ২টি এয়ার ব্যাগ, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), হিল্ড হোল্ড কন্ট্রোলার এবং রিয়ার পার্কিং সেন্সর, যা গাড়িটিকে আরো আদর্শ করে তুলেছে।
Wagon R-এর দাম বাজার দর
বর্তমানে Maruti Suzuki Wagon R-এর এক্স-শোরুম দাম রয়েছে ৫.৫৪ লক্ষ টাকা থেকে ৭.৫০ লক্ষ টাকার মধ্যে। কিন্তু সব থেকে খুশির খবর এই যে, ৬৩,১০০/- টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এই গাড়িটি আরো সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ৩ বছরের জন্য বাড়ল সুবিধা! সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বিরাট ঘোষণা
Maruti Suzuki-এর এই দুর্দান্ত অফার মাত্র কয়েকদিনের জন্য। তাই ২৮শে ফেব্রুয়ারির আগেই আপনার পছন্দের গাড়িটি বুক করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |