পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? যেটাতে ফুল ফ্যামিলি মিলে ঘুরতে যেতে পারবেন। তাহলে মারুতির (Maruti Suzuki) নতুন ৭ সিটার গাড়িটি হয়তো আপনার প্রথম পছন্দ হয়ে যেতে পারে। যেমন দুর্দান্ত ডিজাইন তেমনি পাওয়ার ফুল ইঞ্জিনের কম্বিনেশন Maruti Suzuki XL 7। চলুন দেখে নেওয়া যাক গাড়িটির ফিচার্স গুলি সম্পর্কে। একইসাথে কিনতে গেলে কত টাকা খরচ হতে পারে সেটাও জেনে নেওয়া যাবে।
Maruti Suzuki XL7
মারুতির তরফ থেকে বড় ফ্যামিলির জন্য একাধিক গাড়ির অপশন রয়েছে। তবে মারুতির গাড়ি রয়েছে সেটি হল Maruti Suzuki XL 7। বাইরে থেকে দেখতে কিছুটা ফরচুনারের মত দেখতে এই গাড়িটিতে সমস্ত অত্যাধুনিক ফিচার্স থাকছে। একইসাথে সেফটির দিক থেকেও সেরা হতে চলেছে গাড়িটি। রিভার্স ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, রিভার্স পার্কিং সেন্সর, হিল হোল্ড কন্ট্রোল,
ইঞ্জিন ও মাইলেজ
যেমনটা জানা যাচ্ছে, মারুতি সুজুকি এক্সএল সেভেনে 1.46 লিটারের পেট্রোল ইঞ্জিন থাকছে। যেটা 108.96bhp ও 126 nm এর টর্ক তৈরী করতে সক্ষম। তবে পাওয়ার ফুল ইঞ্জিন থাকলেও মাইলেজের দিক থেকে কোনো অংশে কম নয়, কোম্পানির মতে গাড়িটি ২৭ থেকে ২৯ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম ১ লিটার পেট্রোলেই। এছাড়াও SHVS হাইব্রিড ইঞ্জিনের অপশন থাকবে।
Maruti Suzuki XL 7 Price
এখন নিশ্চই ভাবছেন কত টাকা দাম হতে পারে নতুন মডেলের গাড়িটির? থালে জানিয়ে রাখি গাড়িটির বেস মডেলটি ১১ লক্ষ ৫০ হাজার থেকে শুরু হবে। তবে সর্বোচ্চ মডেলটি ১৩ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। চাইলে এখন থেকেই এই গাড়ির জন্য নিকটবর্তী মারুতি শো রুমে বুকিং করে আসতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |