৭ এয়ারব্যাগ, এক চার্জেই ৫০০ কিমি! বাজারে আসছে Maruti Suzuki-র প্রথম EV

Published:

Maruti Suzuki e-Vitara
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে এবার চমক দিচ্ছে মারুতি! হ্যাঁ, দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি এবার তাদের প্রথম ইলেকট্রিক SUV Maruti Suzuki e-Vitara হাজির হচ্ছে। সম্প্রতি কালো রঙের গাড়িটির এক ঝলক সামনে এসেছে। হ্যাঁ, ভারতের গুরগাঁও ক্যাম্পাসের বাইরে দেখা গিয়েছে এই গাড়িটিকে। জানা যাচ্ছে, ফিচার্স এবং লুকে নজর কাড়বে এই SUV। তো চলুন দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।

এক চার্জেই চলবে 500 কিলোমিটার

আগেভাগেই বলে রাখি, এই গাড়িতে থাকছে দুটি ব্যাটারির বিকল্প। প্রথমটি 48.8 kWh এবং দ্বিতীয়টি 61.1 kWh। জানা যাচ্ছে, একবার ফুল চার্জ দিলেই এই গাড়ি 500 কিলোমিটার দৌড়বে। অর্থাৎ, শহর থেকে হাইওয়ে, যেকোনো জায়গাতেই নির্ঝঞ্ঝাট যাত্রী সঙ্গী হতে চলেছে এই SUV।

ফিচার্সে ভরপুর

মারুতি সুজুকির এই নতুন মডেল নিরাপত্তা এবং প্রযুক্তিগত দিক থেকেও কয়েক ধাপ এগিয়ে রয়েছে। গাড়িটিতে থাকছে Level-2 ADAS, সাত-সাতটি এয়ারব্যাগ, ABS ব্রেকিং সিস্টেম এবং ডিস্ক ব্রেক এবং 360 ডিগ্রি ক্যামেরা।

এমনকি দেওয়া হচ্ছে সব প্রিমিয়াম লেভেলের ফিচার্স। হ্যাঁ গাড়িটিতে থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, প্যানোরামিক সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো সব উন্নত মানের ফিচার্স।

স্টাইলিশ ও লুকেও নজরকাড়া

বলে দিই, e-Vitara গাড়িটি এখনও অফিসিয়াল ভাবে লঞ্চ হয়নি। তবে এর কালো রঙের রোড টেস্ট ইতোমধ্যেই নজর কেড়েছে। থাকছে ক্লিন লুক, স্টাইলিশ হেডল্যাম্প এবং কানেক্টেড LED টেলল্যাম্প। এমনকি সিটি ড্রাইভে পারফেক্ট কম্প্যাক্ট ডিজাইন দেওয়া হয়েছে গাড়িটিতে। পাশাপাশি পাঁচজন আরামে বসে যাওয়ার মতো কেবিন স্পেস রাখা হয়েছে। তবে হ্যাঁ, গাড়িটি Delta, Zeta ও Alpha তিনটি ভ্যারিয়েন্টে বাজারে আসছে।

আরও পড়ুনঃ স্নাতক পাসে প্রচুর কর্মী নিচ্ছে LIC, কাজের সুবর্ণ সুযোগ

দাম কত হতে পারে?

এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যা অনুমান করা হচ্ছে, গাড়িটির সম্ভাব্য এক্স-শোরুম প্রাইস হতে পারে 17.93 লক্ষ টাকা থেকে, যা প্রতিযোগিতায় রাখবে Hyundai Creta Electric এবং Tata Harrier EV-র মতো গাড়িগুলিকে। বলে রাখি, গাড়িটির লঞ্চের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে আগামী কয়েক মাসের মধ্যেই গাড়িটি বাজারে পা ফেলতে চলেছে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join