স্করপিও, বোলেরো, ইনোভা সব ফেল! বিক্রিতে ১ নম্বর ৮.৬৯ লাখের ৭ আসনের এই গাড়ি

Published on:

2023 maruti suzuki ertiga

শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজের একটা গাড়ি হোক সেটা কমবেশি সকলেই চান।ছোট হোক বা বড়, একটা গাড়ি হলে যে মন্দ হয় না সেটা সকলেই বলেন। আপনিও কি সাম্প্রতিক সময়ে একটা ভালো গাড়ি কেনার কথা ভাবনাচিন্তা করছেন? কিন্তু পরিবার বড় বলে পিছিয়ে আসছেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। আসলে যাদের পরিবার বড় তাঁদের কথা ভেবে Maruti Suzuki  কোম্পানি একটা দুর্দান্ত গাড়ি লঞ্চ করেছে, তাও কিনা সকলের সাধ্যের মধ্যে। এমনিতে যত সময় করছে ততই ভারতীয়দের মধ্যে ৭ সিটার গাড়ির চাহিদা ততই বাড়ছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখে মারুতির এই দুর্দান্ত গাড়ির নাম সবার আগে আসে। সবথেকে বড় কথা, এই ৭ সিটার সেগমেন্টে সবথেকে বেশি গাড়ি বিক্রি হয়েছে মারুতির।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Maruti Suzuki Ertiga

প্রথমেই আলোচনা করা যাক Maruti Suzuki Ertiga গাড়ি নিয়ে। একটি রিপোর্ট অনুযায়ী, মারুতি এরটিগা গাড়ি গত সেপ্টেম্বর মাসে ১৭, ৪৪১ ইউনিট বিক্রি করেছে,  গত বছরে সেপ্টেম্বরে এই বিক্রির মাত্রা ছিল ১৩, ৫২৮ ইউনিট ছিল। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ভালো বিক্রি দেখা গেছে। এই বছরের আগস্টে, এরটিগা কোম্পানির ১৮, ৫৮০ ইউনিট এরটিগা বিক্রির ক্ষেত্রে ইনোভা, বোলোরো, কিয়া ক্যারেনস, রেনল্ট ট্রাইবার, হুন্ডাই ক্রেটা এবং মাহিন্দ্রা স্করপিওকেও পিছনে ফেলে দিয়েছে।

Maruti Ertiga -র ইঞ্জিন ও মাইলেজ

গাড়ির ইঞ্জিনের কথা বললে, Maruti Suzuki Ertiga একটি 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা 102 bhp শক্তি এবং 136.8Nm টর্ক উৎপন্ন করে। গাড়িটি ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় গিয়ারবক্স দিয়ে সজ্জিত।  এতে CNG অপশনও রয়েছে। পেট্রোল মোডে এটি 20.51km/kg মাইলেজ দেয় এবং CNG মোডে 26km/kg মাইলেজ দেয়। এরটিগার দাম শুরু হচ্ছে ৮.৬৯ লক্ষ টাকা থেকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দ্বিতীয় স্থানে Mahindra Scorpio

মারুতির পরেই ৭ সিটার সেগমেন্টে বিক্রি হওয়া সবথেলে বেশি গাড়ির তালিকায় নাম রয়েছে মাহিন্দ্রা স্করপিওর। চলতি বছর এই সেগমেন্টে ৮১, ২৯৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে মাহিন্দ্রার। তৃতীয় নম্বরে আছে Toyota। Toyota Enova ৫২, ৭১৫ ইউনিট গাড়ি বিক্রি করেছে চলতি বছর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group