১৪ অক্টোবরের পর আর মিলবে না Windows 10-র আপডেট! জানাল Microsoft

Published on:

Windows 10

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনার কম্পিউটার বা ল্যাপটপে কি উইন্ডোজ 10 (Windows 10) ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল দুঃসংবাদ। কারণ Microsoft আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, 2025 সালের 14 অক্টোবরের পর উইন্ডোজ 10-এ আর কোনও বিনামূল্যে সিকিউরিটি আপডেট পাবে না। অর্থাৎ যারা এখনও পর্যন্ত উইন্ডোজ 10 ব্যবহার করছেন, তাদের কম্পিউটার সাইবার নিরাপত্তার মুখে পড়তে পারে।

রয়েছে নতুন পেইড অপশন

উল্লেখ্য, প্রথমবারের মতো মাইক্রোসফট সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি পেইড সিকিউরিটি আপডেট প্ল্যান চালু করা হয়েছে, যার মূল্য ধরা হচ্ছে বছরে 30 ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় 2500 হাজার টাকা। এটি কিনলে অক্টোবর 2026 পর্যন্ত সিকিউরিটি কভারেজ বাড়ানো যাবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা। অনেকের মতে, পুরনো কম্পিউটার নিরাপদে রাখতে এবার অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হচ্ছে।

রয়েছে বিকল্প সুবিধা

তবে এর পাশাপাশি মাইক্রোসফট কিছু সুবিধাও ঘোষণা করেছে। প্রথমত, উইন্ডোজ ব্যাকআপ অ্যাপ ব্যবহার করে সরাসরি ফাইলগুলিকে OneDrive-এ সেভ করে রাখা যাবে। দ্বিতীয়ত, 1000 মাইক্রোসফট রিওয়ার্ডস পয়েন্ট রিডিম করলে অতিরিক্ত এক বছরের ফ্রি সিকিউরিটি সাপোর্ট পাওয়া যাবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছে, এগুলি কোনও সমাধান হতে পারে না।

এদিকে ভোক্তা সুরক্ষা সংগঠন PIRG সতর্ক করেছে যে, এই সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে বিরাট ই-ওয়েস্ট তৈরি হতে পারে। প্রায় 400 মিলিয়ন পিসি হার্ডওয়্যারের শর্তের কারণে উইন্ডোস 11-তে আপডেট করা যাবে না। ফলে লক্ষ লক্ষ ব্যবহারযোগ্য কম্পিউটার এবার অকেজো হয়ে পড়বে যা ব্যবহারকারীদের জন্য বিরাট হুমকি।

ব্যবসায়ীরা কবে বাড়তি সুবিধা

তবে শুধু এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলি সর্বোচ্চ তিন বছরের বাড়তি সাপোর্ট কিনতে পারবে, যেখানে হোম ইউজারদের জন্য মাত্র এক বছর রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছে, অন্তত দুই-তিন বছরের বাড়তি সময়সীমা সবার জন্য দেওয়া উচিত ছিল। কেউ কেউ পরামর্শ দিচ্ছে, বিজ্ঞাপন সমর্থিত আপডেটও এবার এক ধরনের সমাধান হতে পারে।

আরও পড়ুনঃ কন্যাশ্রীতে মিলছে হাজার হাজার টাকা, তাও বাল্য বিবাহে শীর্ষে বাংলা! প্রকাশ্যে রিপোর্ট

উইন্ডোজ 10 ব্যবহারকারীদের এখন তাহলে কী করতে হবে?

যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 10-এ চলে, তাহলে আপনার সামনে এখন মাত্র তিনটি রাস্তা খোলা। প্রথমত, 30 ডলার দিয়ে আরও এক বছরের আপডেট কিনতে হবে। দ্বিতীয়ত, OneDrive-এ বা রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে সীমিত সময়ের কভারেজ নিতে হবে। আর যদি সম্ভব হয়, তাহলে উইন্ডোস 11-এ আপডেট করে নিন, যদি আপনার হার্ডওয়্যার সাপোর্ট করে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥