বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের দুই বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio এবং Airtel, এমনকি VI-ও যেখানে গ্রাহকদের পুরোদমে হাইস্পিড 5G পরিষেবা দিচ্ছে, সেই পর্বে দাঁড়িয়ে আগামীকাল, 27 সেপ্টেম্বর দেশজুড়ে 4G পরিষেবা চালু করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL।
ANI এর রিপোর্ট অনুযায়ী, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে যাত্রা শুরু করবে BSNL এর 4G পরিষেবা (Modi To Launch BSNL 4G)। জানা যাচ্ছে, ওড়িশার ঝারসুগুদা থেকে ভারত সঞ্চার নিগম লিমিটেডের হাইস্পিড 4G পরিষেবার সূচনা করবেন নরেন্দ্র মোদি।
দেশের 98,000 এলাকায় চালু করা হবে BSNL 4G
সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেডের প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর স্পষ্ট জানিয়েছেন, 27 সেপ্টেম্বর, শনিবার গোটা দেশজুড়ে যাত্রা শুরু করবে BSNL 4G পরিষেবা। সংস্থাটির তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হয়েছে, তৈরি হও ভারত। 27 সেপ্টেম্বর দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এদিন স্বদেশী ডিজিটাল ইন্ডিয়ার একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ইতিমধ্যেই সেই খবর সোশ্যাল মিডিয়ার পোস্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
জানা যাচ্ছে, দেশজুড়ে প্রাথমিকভাবে প্রায় 98,000 এলাকায় BSNL 4G পরিষেবা চালু করা হবে। শুধু তাই নয়, 4G পরিষেবা চালু করার পাশাপাশি সাপোর্টেড ডিভাইস ব্যবহারকারীদের নেটওয়ার্কের তাৎক্ষণিক অ্যাক্সেসও দেওয়া হবে। যদিও সে ক্ষেত্রে e KYC সম্পন্ন করতে হবে গ্রাহকদের। সেটা হয়ে গেলেই স্থানীয় গ্রাহক পরিষেবা কেন্দ্র অথবা রিটেল ক্রেতার কাছ থেকে নতুন 4G সিম পেয়ে যাবেন গ্রাহকরা। সব মিলিয়ে, উৎসবের মরসুমে ব্যবহারকারীদের ইন্টারনেট সংক্রান্ত অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থার এই পদক্ষেপ প্রশংসনীয়।
অবশ্যই পড়ুন: শাহরুখদের বিরুদ্ধে মানহানির মামলায় শুনানি এখনই না! হাইকোর্টে ঝটকা খেল ওয়াংখেড়ে
উল্লেখ্য, গ্রাহকরা খুব সহজেই BSNL 4G সিমটিকে পরবর্তীতে 5G নেটওয়ার্কে কনভার্ট করে নিতে পারবেন। রিপোর্ট বলছে, ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের 4G সিম কার্ডগুলিকে এমন ভাবে ডিজাইন করেছে যে, ভবিষ্যতে নির্ঝঞ্ঝাটে 4G সিমটিকেই 5G তে আপগ্রেড করে নেওয়া যাবে।
না বললেই নয়, আগেই দিল্লিতে চালু হয়েছে BSNL এর 4G পরিষেবা। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকেই দিল্লি এবং মুম্বইতে চালু হবে ভারত সঞ্চার নিগম লিমিটেডের 5G পরিষেবাও। আর সেটা হলে, উপকৃত হবেন অন্তত 9 কোটি মানুষ।