সৌভিক মুখার্জী, কলকাতা: Whatsapp-কে জোর টেক্কা দিতে বাজারে হাজির দেশীয় মেসেজিং অ্যাপ Arattai। এমনকি এই অ্যাপ খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করেছে। কয়েক মাস আগেও যেখানে দৈনিক ডাউনলোডের সংখ্যা ছিল 1 হাজার, সেখানে এখন দৈনিক ডাউনলোডের সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়েছে। এমনকি অ্যাপেল অ্যাপ স্টোরে এক নম্বরে ট্রেন্ড করছে এই অ্যাপ। তবে এর মাঝেই আসল বিরাট সুখবর। এবার আরাট্টাই অ্যাপেই যুক্ত হচ্ছে UPI পেমেন্ট ফিচার।
বড়সড় ঘোষণা শ্রীধর ভেম্বুর
প্রসঙ্গত, আরাট্টাই অ্যাপের মূল সংস্থা Zoho কর্পোরেশন, যার সহ প্রতিষ্ঠিতা শ্রীধর ভেম্বু নিজেই এই খবর জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি ইউপিআই-এর বড় ভক্ত। iSpirt–এর শারদ শর্মা, যিনি এই প্রযুক্তিকে সফল করেছে, তিনি আমারই বন্ধু। আর তাঁর সাহায্য নিয়েই আমরা আরাট্টাই অ্যাপে ইউপিআই ইন্টিগ্রেশন আনতে চলেছি। তবে আমি চাই না যে আরাট্টাইও হোয়াটসঅ্যাপের মতো ক্লোজ প্ল্যাটফর্ম হয়ে যাক। অর্থাৎ, খুব শীঘ্রই ব্যবহারকারীরা আরাট্টাই থেকে টাকা পাঠাতে পারবে।
On Arattai, we have initiated discussions with Sharad Sharma of iSpirt, the group that did the technical work to make UPI happen, to standardize and publish the messaging protocols. I am a huge fan of UPI and hugely respect the work the team did. Sharad is a good friend and he…
— Sridhar Vembu (@svembu) September 30, 2025
WhatsApp-এও রয়েছে ইউপিআই পরিষেবা
প্রসঙ্গত, বর্তমানে হোয়াটসঅ্যাপে পেমেন্ট নামের একটি ইউপিআই ফিচার চালু রয়েছে। সেখানে নম্বর ভেরিফিকেশন করে ও ব্যাঙ্কের ডিটেলস যুক্ত করলে ব্যবহারকারীরা টাকা লেনদেন করতে পারে। তবে আরাট্টাই অ্যাপে এতদিন এই সুবিধা না থাকলেও শ্রীধর ভেম্বু ঘোষণা করেছেন, খুব দ্রুত এবার ইউপিআই লিঙ্ক করা হবে।
মেসেজিং ছাড়াও রয়েছে বিশেষ ফিচার
তবে শুধুমাত্র পেমেন্ট বা মেসেজিং নয়, বরং আরাট্টাই অ্যাপে এমন কিছু ফিচার রয়েছে, যা হোয়াটসঅ্যাপেও নেই। প্রথমত, এখানে মিটিং অপশন রয়েছে, যেখানে আপনি মিটিং সিডিউল করতে পারবেন এবং মিটিং-এ অংশ নিতে পারবেন। পাশাপাশি রেকর্ড বজায় রাখতে পারবেন। দ্বিতীয়ত রয়েছে পকেট মোড, যেটি একটি পার্সোনাল ফোল্ডার। এখানে আপনি প্রয়োজনীয় নোট বা তথ্য সেভ করে রাখতে পারবেন।
আরও পড়ুনঃ বাড়ছে না EMI, লোনের উপর সুদের হার, রেপো রেট নিয়ে জানিয়ে দিল RBI
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বদেশী প্রযুক্তি গ্রহণ করুন’ আহ্বানের পর থেকেই দেশীয় টেক কোম্পানি জোহ আর আরাট্টাই নতুন করে আলোচনার শিরোনামে উঠে এসেছে। দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া এই অ্যাপ নিয়ে ইতিমধ্যেই ব্যবহারকারীদের উন্মাদনা তুঙ্গে। এখন দেখার টেক দুনিয়ায় ঠিক এই অ্যাপ কতটা প্রভাব বিস্তার করতে পারে।