7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা! মাত্র ৭৫০০ টাকায় বিকোচ্ছে Moto G06 Power

Published:

Moto G06 Power
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে ফোন কেনার আগে সবাই খোঁজে ভালো ক্যামেরা আর দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। আর এই দুই সুবিধা একসঙ্গে দিচ্ছে Motorola, তাও মাত্র 7500 টাকায়। হ্যাঁ, তারা এবার এমন ফোন নিয়ে এসেছে, যার ফিচার শুনলে আপনি একেবারে চমকে উঠবেন। কারণ, এখন ফ্লিপকার্টে তাদের Moto G06 Power ফোনটি পাওয়া যাচ্ছে সবথেকে বেশি ছাড়ে। আজকের প্রতিবেদনে Motorola-র এই মডেলটি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল।

দাম এবং অফার

উল্লেখ্য, Moto G06 Power ফোনটির 4GB RAM এবং 64GB ভ্যারিয়েন্ট এখন ফ্লিপকার্টে মাত্র 7499 টাকায় মিলছে। তবে না, এখানেই শেষ নয়। নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফলত, ফোনটি মিলছে মাত্র 7199 টাকায়। আর যদি আপনি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ 5450 টাকা পর্যন্ত ছাড় পাবেন। কিন্তু হ্যাঁ, এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থার উপরে নির্ভর করবে।

বিরাট ব্যাটারি ব্যাকআপ

এই ফোনের সবথেকে বড় আকর্ষণ এর ব্যাটারি। কারণ, এই ফোনটিতে পাওয়া যাবে একটি 7,000mAh এর বিরাট ব্যাটারি, যা একবার চার্জ দিলেই অনায়াসে দু’দিন চালানো যাবে। তুলনা করলে বলা যায় যে, একটি সাধারণ পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি প্রায় 10,000mAh হয়। অর্থাৎ, একটি ফোনই আপনার প্রায় একটি পাওয়ার ব্যাঙ্কের মতো কাজ করবে।

ডিসপ্লে এবং পারফরম্যান্স

জানিয়ে রাখি, Moto G06 Power ফোনটিতে রয়েছে একটি 6.88 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz, যা ভিডিও দেখা কিংবা গেম খেলার জন্য একেবারে সেরা পারফরম্যান্স দেবে। আর ফোনটিতে MediaTek Helio G81 Extreme প্রসেসর দেওয়া হয়েছে, যা গেমিং-এর জন্য সেরা। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে পাওয়া যাবে Hello UI, যা Android 15 এর উপর বেস করেই চলবে। এমনকি স্টোরেজ নিয়েও কোনও চিন্তার দরকার নেই। কারণ 64GB ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

রয়েছে 50MP ক্যামেরা

এত কম দামে সচরাচর ভালো ক্যামেরা দেখা যায় না। তবে Moto G06 Power ফোনটিতে রয়েছে একটি 50MP প্রাইমারি ক্যামেরা। এমনকি সেলফি প্রেমীদের জন্য রয়েছে 8MP একটি ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কলিং কিংবা সেলফির জন্য একেবারে সেরা।

আরও পড়ুনঃ দীপাবলিতে বন্ধ থাকবে রেলের বহু টিকিট কাউন্টার, জানুন কোথায় কোথায় হবে না রিজার্ভেশন

এদিকে অন্যান্য ফিচার নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে পাওয়া যাবে IP64 রেটিং, যা ধুলো বা জল থেকে সুরক্ষিত দেবে। আর চার্জিং-এর জন্য 18W ফার্স্ট চার্জিং ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কানেক্টিভিটি হিসেবে 4G LTE, Wi-Fi, Bluetooth 6.0 এবং GPS সাপোর্ট দেওয়া থাকছে। তাই যারা বাজেটের মধ্যে সেরার সেরা কোনও ফোন কিনতে চান, তাদের জন্য এটি হতে চলেছে একেবারে দারুণ বিকল্প।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join