সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে যদি আপনি স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ মটোরোলা এবার মাত্র 7499 টাকায় এমন একটি ফোন নিয়ে এসেছে, যেখানে 7000mAh এর একটি ব্যাটারি মিলছে। হ্যাঁ, এই ফোনটির মডেল হল Moto G06 Power। মোদ্দা কথা, একবার চার্জ দিয়ে টানা তিন দিন পর্যন্ত চালাতে পারবেন এই ফোন। চলুন দেখে নেওয়া যাক, এই ফোনের কী কী ফিচার রয়েছে।
দাম কত এই মডেলের?
প্রসঙ্গত, এই ফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টেই বাজারে এসেছে। আর তা হল 4GB RAM + 64GB। জানা যাচ্ছে, এই ফোনটির দাম মাত্র 7499 টাকা। আর এই ফোনটি আগামী 11 অক্টোবর থেকে বিক্রি শুরু হবে। মটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং দেশের অফলাইন স্টোরগুলিতেই এই ফোনটি পাওয়া যাবে। আর ফোনটি তিনটি রং-এ বাজারে পাওয়া যাবে। সেগুলি হল Midnight Blue, Mint Green, এবং Charcoal Gray।
7000mAh ব্যাটারি
মটোরোলার তরফ থেকে জানানো হয়েছে, Moto G06 Power ফোনটি এবার এমন ব্যবহারকারীদের জন্য তৈরি করা, যারা মোটামুটি একবার চার্জ দিয়ে অনেকক্ষণ ফোন ব্যবহার করতে চান। বিশাল ব্যাটারির সঙ্গে এই ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হচ্ছে। ফলে অল্প সময়েই ফোনটি চার্জ হয়ে যাবে, আর ঘন্টার পর ঘন্টা ব্যাক-আপ দেবে।
ডিসপ্লে এবং ডিজাইন
Moto G06 Power ফোনটিতে রয়েছে একটি 6.88 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1640×720 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। আর এই ডিসপ্লের উপরে দেওয়া রয়েছে Corning Gorilla Glass 3 প্রটেকশন, যা পড়ে যাওয়ার ভয় থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। এমনকি ডিসপ্লের পিক ব্রাইটনেস 600 nits পর্যন্ত। ফলে রোদের মধ্যেও স্পষ্টভাবে দেখা যাবে।
moto g06 Power launching on October 7th in India.
– 6.88-inch 120Hz Display
– Gorilla Glass 3
– MediaTek G81 Extreme Processor
– IP64 rating
– 7000mAh Battery
– 50MP Primary Camera
– 8MP Front Camera
– Stereo Speakers with Dolby Atmos
– Moto Gestures pic.twitter.com/NYTZSDkQ3r— Mukul Sharma (@stufflistings) October 6, 2025
পারফরমেন্স
এই ফোনটিতে রয়েছে MediaTek Helio G81 চিপসেট প্রসেসর। এর সঙ্গে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হচ্ছে। এমনকি 1TB পর্যন্ত SD কার্ড বাড়ানো যাবে। আর ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমের উপর বেস করেই চলবে। অর্থাৎ আধুনিক ও স্মুথ পারফরম্যান্স দেবে।
তবে হ্যাঁ, ফটোগ্রাফিপ্রেমীদের জন্য রয়েছে শক্তিশালী 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি রিয়ার ক্যামেরা, আর সাথে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি এলইডি ফ্ল্যাশ, পোর্ট্রেট মোড, নাইট মোড সহ আরও বেশ কিছু ফিচার দেওয়া রয়েছে। ফলে সেলফি বা ভিডিও কল, দুই জায়গাতেই সেরা অভিজ্ঞতা পাওয়া যাবে। তবে এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, ফোনটি 4G ফোন, অর্থাৎ 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে না।
আরও পড়ুনঃ ১৫ দিনে অস্থায়ী সেতু, ১ বছরে নতুন দুধিয়া ব্রিজ, উত্তরবঙ্গের জন্য বড় ঘোষণা মমতার
যারা কম দামে বেশি ফিচার্সওয়ালা ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে এক কথায় সোনায় সোহাগা। তাই অবশ্যই 11 অক্টোবর এই ফোনটি লঞ্চ হলে সুযোগ হাতছাড়া করবেন না। কারণ 7499 টাকায় এতসব ফিচার্সসমৃদ্ধ ফোন সত্যিই কল্পনা করা যায় না।