শ্বেতা মিত্র, কলকাতাঃ আর দীপাবলি। আর দীপাবলির আবহে সকলেই কিছু না কিছু কেনাকাটি করে থাকেন। হয় নিজের জন্য নয়তো কাউকে উপহার দেওয়ার জন্য জিনিস কেনেন। যাইহোক, উৎসবের হবে আপনিও কি কিছু কিনতে ইচ্ছুক? বিশেষ করে ফোন কিনতে ইচ্ছুক তাহলে আপনার জন্য রইল একদম দুর্দান্ত সুখবর। আপনার জন্য একদম বাজেটের মধ্যে Motorola কোম্পানির তরফে এমন একটি দুর্দান্ত ফোন লঞ্চ করা হবে যা কিনলে আপনিও চমকে যেতে পারে।
Motorola-র নতুন ফোন লঞ্চ
আসলে আজ কথা হচ্ছে Motorola Edge 60 Ultra 5G নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই ফোন লঞ্চ করবে কোম্পানি। এই Moto স্মার্টফোনটি ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই ফোনের ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, ব্যাকআপ সম্পর্কে শুনলে আপনি হয়তো ছিটকে যাবেন রীতিমতো। আপনি যদি এমন একটি স্মার্টফোন খুঁজছেন যা দামে কম অথচ ফিচার্স ভালো তাহলে এই ফোনটি অনায়াসেই কিনতে পারেন।
Motorola Edge 60 Ultra 5G Specifications
Motorola Edge 60 Ultra 5G স্মার্টফোনটিতে প্রিমিয়াম গ্লাস ও মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা এই স্মার্টফোনটির লুক অ্যান্ড ফিল কোয়ালিটিকে বেশ উচ্চমানের করে তুলেছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে রয়েছে কার্ভড ডিসপ্লের সঙ্গে গ্লাস, যা ধরে রাখতে খুবই নরম ও আরামদায়ক অনুভূতি দেবে আপনাকে।
Motorola Edge 60 Ultra 5G Camera
Motorola Edge 60 Ultra 5G ফোনে একটি খুব শক্তিশালী 200MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যা দুর্দান্ত ছবি এবং ভিডিও তোলার খুব ভাল অভিজ্ঞতা দেয়। এছাড়াও এই ফোনে 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর এবং 50MP টেলিফটো ক্যামেরা সেন্সর রয়েছে। যা কম আলোতেও ছবি তোলা ও ভিডিও করার ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করে। ৪কে ফুল স্ক্রিন এইচডি+ এ খুব সহজেই এই ক্যামেরা থেকে ভিডিও রেকর্ডিং করা যাবে। এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরার কথা বললে, এতে একটি 60MP সেলফি ক্যামেরা রয়েছে যাতে নাইট মোড, এআই বিউটি মোড এবং পোর্ট্রেট মোডের মতো দুর্দান্ত ফিচার্সগুলির সঙ্গে ভিডিও কল এবং আপনার সেলফি খুব ভালভাবে তোলা যায়।
Display
Moto-এর Motorola Edge 60 Ultra 5G স্মার্টফোনে রয়েছে অত্যন্ত শক্তিশালী 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, যা 165 Hz রিফ্রেশ রেট। রয়েছে 480 Hz টাচ স্যাম্পলিং রেটের যা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের লেন্স। এই ডিসপ্লেটি বেশ উজ্জ্বল এবং রঙিন, তাই এর রিফ্রেশ রেট এটিকে মসৃণ এবং সহজ করে তোলে। এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্ট করে, এই ডিসপ্লেটির রেটিং 2,500 নিটস ব্রাইটনেস এবং IP68, যা এই ডিসপ্লেটিকে আরও আকর্ষণীয় করে তোলে, যারা হাই কোয়ালিটি গেমিং, ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য এই ফিচারগুলো দেওয়া হয়েছে।
Motorola Edge 60 Ultra 5G RAM/ Storage, and Processor
Motorola Edge 60 Ultra 5G স্মার্টফোনটিতে 12GB, 16GB RAM এবং 512GB, 1TB ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা Qualcomm Snapdragon 8 Gen4 প্রসেসর দ্বারা চালিত। এই প্রসেসর দিয়ে সহজেই মাল্টিটাস্কিং এবং হেভি গেম হ্যান্ডেল করা যায়। এই প্রসেসরটি Android V15এর সঙ্গে আসবে। এই স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট লকের কথা বললে, এটায় In Display Fingerprint Sensor দেওয়া হয়েছে, যাতে এই ফোনটি সহজেই আনলক করা যায়।
এই স্মার্টফোনে রয়েছে 7100mAh এর বড় ব্যাটারি যা সারাদিনের বেশি চলবে, ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং মাত্র ২৯ মিনিটেই ফুল চার্জ করা যাবে, একবার চার্জ দিলে আপনি খুব সহজেই ২৪ থেকে ২৬ ঘণ্টা নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন।
Motorola Edge 60 Ultra 5G দাম
২০২৫ সালের জুন মাসে ভারতে Motorola Edge 60 Ultra 5G স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের প্রারম্ভিক মূল্য ৬৯,৯৯৯ রাখা হয়েছে, যা 12GB, 16GB RAM এবং 512 GB, 1TB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য।