সৌভিক মুখার্জি, কলকাতা: আপনি কি কখনও খেয়াল করেছেন যে, প্রযুক্তির দুনিয়ায় Apple এবং Microsoft দুই সংস্থাই একসঙ্গে 9 কে এড়িয়ে গিয়েছে? হ্যাঁ, অ্যাপল সরাসরি iPhone 8 এর পরে iPhone X-এ পৌঁছে গিয়েছে। আর মাইক্রোসফট Windows 8.1 এর পরেই বাজারে এনেছে Windows 10। তবে এখন প্রশ্ন উঠছে, কেন তারা 9 কে এভাবে এড়িয়ে গেল? কী গোপন রহস্য লুকিয়ে রয়েছে এই 9 এর (Mystery of Number 9) পিছনে? সমস্তটা জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে।
কেন আনা হয়নি Windows 9?
আসলে বিশেষজ্ঞরা বলছে, এর অন্যতম কারণ পুরনো সফটওয়্যারের সঙ্গে সামঞ্জস্য রাখা। অতীতে বহু অ্যাপ্লিকেশন বানানো হয়েছিল এইভাবে, আর সেগুলি প্রথমেই চেক করত যে কম্পিউটার Windows 9 দিয়ে শুরু হওয়া কোনও সংস্করণে চলছে কিনা। অর্থাৎ, Windows 95 বা Windows 98 শনাক্ত করতেই এই প্রোগ্রাম করা ছিল। আর যদি সত্যিই কোনও অপারেটিং সিস্টেমের নাম হত Windows 9, তাহলে পুরনো সফটওয়্যারগুলি বিপাকে পড়ত। তারা হয়তো মনে করত যে, সিস্টেম চলছে Windows 95 বা Windows 98 দিয়ে। ফলে প্রযুক্তিগত সমস্যা দেখা দিত। এমনকি আরও একটি বড় কারণ ছিল ব্র্যান্ডিং। Windows 10 নাম দিয়ে মাইক্রোসফট বোঝাতে চেয়েছিল যে এটি শুধুমাত্র নতুন ভার্সন নয়, বরং অতীত থেকে সম্পূর্ণ আলাদা। সে কারণেই তারা 9-কে স্কিপ করে গিয়েছে।
তাহলে কেন iPhone 9 আসেনি?
এদিকে 2017 সালে অ্যাপল সরাসরি iPhone 8 এর পর বাজারে এনেছিল iPhone x। আর এর পেছনে মূল কারণ ছিল iPhone এর দশম বর্ষপূর্তি উদযাপন। অ্যাপল চেয়েছিল যে, এই ফোনটিকে একটি মাইলস্টোন হিসেবে তুলে ধরতে। তাই iPhone x-এ ছিল বিরাট পরিবর্তন। কারণ এতে বেজেল-লেস OLED ডিসপ্লে, ফেস আইডি প্রযুক্তি এবং সম্পূর্ণ নতুন ডিজাইন দেওয়া ছিল। এমনকি এটি এক প্রকার তাদের মার্কেটিং কৌশল, তাও বলা চলে।
আরও পড়ুনঃ পাকিস্তানে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক! পড়ল একাধিক বোমা, মৃত শিশু-মহিলা সহ ৩০
উল্লেখ্য, অনেকেই প্রশ্ন তোলেন যে, তাহলে কি প্রযুক্তি সংস্থাগুলি 9 সংখ্যাটিকে অশুভ মনে করে বা কোনও সমস্যা রয়েছে? তবে আসলে সেরকম কোনও ব্যাপার নয়। সংখ্যার প্রতি কোনওরকম কুসংস্কারের জন্য নয়, বরং প্রযুক্তিগত যুক্তি আর ব্র্যান্ডিং কৌশলের জন্যই এই সংখ্যাটি বাদ পড়েছে।