সৌভিক মুখার্জী, কলকাতা: আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে অপরিহার্য জিনিস কোনটি, তা জিজ্ঞাসা করা হলে প্রত্যেকেই বলবে হয়তো স্মার্টফোন। হ্যাঁ, এখনকার যুগে স্মার্টফোন ব্যবহার করে না, এমন লোক হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। তবে তা সত্ত্বেও স্মার্টফোন ব্যবহার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সম্প্রতি কনজিউমার অ্যাফেয়ার্স এমনই কিছু সতর্কবার্তা জারি করে ভুল চার্জার (Low Quality Charger) ব্যবহার করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আসলে আমরা প্রায়শই বাজারে গিয়ে কোনও সস্তার চার্জার কিনে নিয়ে গিয়ে ফোনে চার্জ দিই। তবে কথাতেই তো রয়েছে, সস্তার তিন অবস্থা। আসলে নিম্নমানের চার্জারগুলো কোনওরকম সুরক্ষা মেনেই চলে না। আর এই চার্জারগুলি দিয়ে যদি আপনি স্মার্টফোনে চার্জ দেন, তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে। তাহলে এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন চার্জার কিনবেন? জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনটিতে।
কোন চার্জার কেনা বুদ্ধিমানের কাজ হবে?
সংস্থার তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, CRS চিহ্ন ছাড়া স্মার্টফোনের চার্জার কোনওভাবেই কেনা যাবে না। কারণ, CRS চিহ্ন ছাড়া চার্জার আপনার ফোন এবং আপনার নিজের জন্যই বিপজ্জনক হতে পারে। প্রথমত, নিম্নমানের চার্জারগুলির কোনও ব্র্যান্ড থাকে না। এগুলোর উপর ভুয়ো নাম আর ভুয়ো ব্র্যান্ডের নাম থাকে। দ্বিতীয়ত, এগুলি সার্টিফাইড হয় না এবং এগুলোর গায়ে CRS চিহ্ন থাকে না। আর সবথেকে বড় ব্যাপার, এগুলি নিম্নমানের উপাদান দিয়ে তৈরি।
हम अपने फोन और चार्जर हमेशा साथ रखते हैं, लेकिन नकली प्रोडक्ट खतरनाक हो सकते हैं। CRS मार्क आपके डिवाइस या चार्जर पर सिर्फ मार्क नहीं, सुरक्षा का निशान है। खरीदते समय इसे जरूर देखें और सुरक्षित रहें! #ElectricalSafety #IndianStandards #BIS #ConsumerSafety #BISCareApp… pic.twitter.com/0r1vSy9M1d
— Consumer Affairs (@jagograhakjago) November 3, 2025
আরও পড়ুনঃ প্রথম স্ত্রীর আপত্তি থাকলে দ্বিতীয় বিয়ের রেজিস্ট্রি হবে না মুসলিম পুরুষদের! রায় হাইকোর্টের
এই চার্জার ব্যবহার করলে কী কী অসুবিধা পোহাতে হবে?
যদি আপনি নিন্মমানের চার্জার ব্যবহার করেন, তাহলে আপনার স্মার্টফোনের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। প্রথমত, স্মার্টফোনের চার্জিং ক্ষমতা কমে যেতে পারে। অর্থাৎ, আপনার স্মার্টফোনের ব্যাটারি হেলথ খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, ব্যাটারি বা হ্যান্ডসেটটি নষ্ট হয়ে যাবে। যার ফলে ব্যাটারি ব্যাকআপ কম হবে। তৃতীয়ত, নিম্নমানের চার্জার ব্যবহার করলে আপনার মোবাইলের মাদারবোর্ডের ক্ষতি হতে পারে, যা মেরামত করতে প্রচুর খরচ হবে। এছাড়া বৈদ্যুতিক স্পার্কিংও হতে পারে, যা ফোনের ক্ষতি করতে পারে। সবথেকে বড় ব্যাপার, মোবাইলে আগুন লেগে পারে, যা আপনার নিজের জন্য থেকে শুরু করে পরিবারের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। তাই আজ থেকেই এই নিম্নমানের চার্জার ব্যবহার করা বন্ধ করুন এবং কনজিউমার অ্যাফেয়ার্সের নিয়ম মেনে চলুন।












