Hero, Ola, TVS সবাইকে টক্কর দিতে ২৮ জুলাই আসছে নতুন ইলেকট্রিক স্কুটি

Published:

Kinetic Electric Scooter
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: একটা সময় মধ্যবিত্তদের কাছে ভরসার নাম ছিল কাইনেটিক (Kinetic)। হ্যাঁ, 80-র দশকে সাধারণ মানুষের জীবনের সবথেকে বড় অংশ ছিল কাইনেটিক হোন্ডা। আর সেই পুরনো স্মৃতি আবারও ফিরিয়ে আনছে কাইনেটিক গ্রুপ, তাও একেবারে আধুনিকতার ছোঁয়া নিয়ে।

আগামী 28 জুলাই ভারতের অটো দুনিয়ায় আবারও ফিরছে কাইনেটিক। তবে হ্যাঁ, এবার আসছে কাইনেটিক গ্রিন ব্যানারে সম্পূর্ণ নতুন রেট্রো স্টাইলের ইলেকট্রিক স্কুটার। আর এদের মূল লক্ষ্য একটাই—ওলা, টিভিএস, বাজাজ, হিরোদের হিরোদের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া।

পুরনো চেহারায় নয়া ঝলক

এবারের এই স্কুটারের ডিজাইন একেবারেই আলাদা। অনেকটা Kinetic Honda DX-র মতো চেহারা রয়েছে। পাশাপাশি রয়েছে চওড়া হ্যান্ডেল, স্কোয়ার হেডল্যা এবং মিনিমালিস্ট সাইড প্যানেল। সবমিলি একেবারে ভিন্টেজ লুক দেওয়া হচ্ছে এবারের স্কুটারে। আর সঙ্গে আধুনিকতা যোগাযোগ করে LED রেকট্যাংগুলার হেডলাইট এবং কাইনেটিক লোগো আকৃতির টার্ন ইন্ডিকেটর আর হ্যান্ডেল বারে স্মার্ট উইন্ডশিল্ড দেওয়া হচ্ছে। ফলে পুরনো স্মৃতি আবার নতুন প্রজন্মের কাছে ধরা দেবে।

কী কী ফিচার্স থাকছে এই স্কুটারে?

এবারের নতুন এই স্কুটারে থাকবে হাব-মাউন্টেড ইলেকট্রিক মোটর, যা মোটামুটি সাধারণ আর নির্ভরযোগ্য স্পিড নিশ্চিত করবে। পাশাপাশি থাকবে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও রিয়ার শক অ্যাবজর্বার। থাকছে ফ্রন্ট ডিস্ক ব্রেক ও 3-স্পোক অ্যালয় হুইল লুক। পাশাপাশি থাকবে চওড়া ফ্লোরবোর্ড ও ভারী বডিওয়ার্ক যা ব্যাটারি স্পেসের জন্য যথেষ্ট। আর সব মিলিয়ে Hero Vida, TVS iQube, Bajaj Chetak, Ola S1 স্কুটারদের কাছে সরাসরি প্রতিদ্বন্দ্বি হয়ে ধরা দিতে চলেছে এই স্কুটার।

আরও পড়ুনঃ গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর সেনাবাহিনীর হামলা, মৃত ৫! ফের চাঞ্চল্য ওপার বাংলায়

তবে এক্ষেত্রে বলে রাখি, এই স্কুটারটি তৈরি করা হবে মহারাষ্ট্রের আহিল্যা নগরে কাইনেটিক Watts & Volts Ltd-র নতুন ইভি প্ল্যান্টে। আর এই নতুন ইউনিটের হাত ধরে কাইনেটিক গ্রুপ এবার ইলেকট্রিক স্কুটার সেগমেন্ট নিয়ে ভারতের বাজারে পা রাখতে চলেছে। যদিও অতীতে ইলেকট্রিক লুনা’র মাধ্যমে কাইনেটিক কামব্যাক করেছিল। তবে এবার আরও বড় মঞ্চে নামতে চলেছে তারা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join