ফিচার্স, লুকে নজরকাড়া! বাজার কাঁপাতে আসছে মধ্যবিত্তর বাজেটে মাহিন্দ্রা বোলেরোর নয়া মডেল

Published on:

Mahindra Bolero

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের অন্যতম পরিচিত গাড়ি মাহিন্দ্রা বোলেরো (Mahindra Bolero) তাদের নতুন মডেল নিয়ে বাজারে আসছে। হ্যাঁ, সম্প্রতি এই গাড়ির টেস্টিং এর কিছু ছবি ফাঁস হয়েছে, যা দেখে রীতিমতো তাক লেগে গিয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই মডেলটিতে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে, যা কিনা গ্রামীণ বা আধা শহুরে অঞ্চলের গ্রাহকদের পাশাপাশি শহরের মানুষদেরও আকৃষ্ট করবে।

ডিজাইন এবং লুকে চমক দিচ্ছে

নতুন বোলেরোতে এবার তার পরিচিত বক্সের ডিজাইনের ধারা বজায় রাখলেও আধুনিকের ছোঁয়া লাগানো হয়েছে। হ্যাঁ, গাড়ির সাইড প্রোফাইলে দেখা যাবে এবার উন্নত লাইন এবং ফ্ল্যাট বনেটের ডিজাইন। পাশাপাশি নতুন গোলাকার এলইডি হেড লাইট থাকছে এবং সামনের দিকেও আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে। 

এমনকি পিছনের দিকে থাকছে ফ্ল্যাট ডিজাইন, যেখানে উল্লম্বভাবে টেইল ল্যাম্প বসানো হবে বলেই অনুমান করা হচ্ছে। এমনকি পেছনের দরজায় স্পেয়ার হুইল মাউন্ট থাকতে পারে, যা কিনা বোলেরোর অফ রোডে চলার গতিকে আরো মসৃণ করবে।

থাকছে নজরকাড়া ফিচার্স এবং সুরক্ষা

নতুন বোলেরোতে ফিচার্স এবং সুরক্ষার দিক থেকেও জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, এই গাড়িতে প্রিমিয়াম মানের সব মেটালস ব্যবহার করা হচ্ছে বলে খবর। সবথেকে বড় ব্যাপার, বড় ORVMs, ফ্ল্যাশ-টাইপ ডোর হ্যান্ডেল এবং বড় টায়ার দেওয়া হচ্ছে এবারের মডেলে। পাশাপাশি এটিকে রাফ অ্যান্ড টাফ SUV হিসেবেই তৈরি করা হয়েছে, যা কিনা শহরের রাস্তা থেকে শুরু করে হাইওয়ে বা দুর্গম এলাকাতেও রিল্যাক্সে চলতে পারবে।

আরও পড়ুনঃ ভারতের হাত ধরে আমেরিকা দখল করতে চায় চিন! পথ তৈরি করবেন মুকেশ আম্বানি?

থাকছে বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে, মাহিন্দ্রা বোলেরোকে এবার নতুন NFA প্ল্যাটফর্মের মাধ্যমে তৈরি করেছে। আর এটি পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিন বিকল্পে উপলব্ধ বলেই মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে মাহিন্দ্রার পক্ষ থেকে এখনো কোনোরকম ঘোষণা আসেনি। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এটি আগের মডেলের তুলনায় আরো শক্তিশালী এবং জ্বালানি সাশ্রয়ী হবে।

এবার সাধারণ ক্রেতাদের মনে প্রশ্ন আসতে পারে, এই গাড়ির সম্ভাব্য দাম কত হবে! বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, নতুন মাহিন্দ্রা বোলেরোর প্রারম্ভিক বাজার মূল্য শুরু হতে পারে 10 লক্ষ টাকা থাকে। তবে লঞ্চের সঠিক তারিখ এখনো জানা যায়নি। এখন সকালের নজর আগামী বছরের দিকে।

সঙ্গে থাকুন ➥