শ্বেতা মিত্র, কলকাতা: নতুন বছর পড়ে গিয়েছে। আর নতুন বছরে একাধিক নিয়মে ঘটেছে বদল। যার মধ্যে অন্যতম হল সিম কার্ডের নিয়ম (SIM Card Rule)। আগে যেখানে সিম কার্ড নেওয়া খুবই সহজ ছিল সেখানে এখন নতুন নিয়মের জেরে মোটেও সহজ হবে না। কেন্দ্রের তরফে বেশ কিছু নিয়ম বেধে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় টেলিযোগাযোগ বিভাগকে (DoT) একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। নয়া নির্দেশিকা অনুসারে, এবার থেকে সমস্ত নতুন সিম কার্ড সংযোগে আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক হবে। অর্থাৎ এবার সিম কার্ড পেতে আধার কার্ড দেখাতে হবে এবং বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় যাচাই করা হবে।
সিম কার্ডের নয়া নিয়ম
এই পদক্ষেপের লক্ষ্য জাল নথি ব্যবহার করে সিম কার্ড সংগ্রহ করা এবং জালিয়াতি এবং অন্যান্য অপরাধের জন্য সেগুলি ব্যবহার করা থেকে বিরত রাখা। এর আগে, ভোটার আইডি বা পাসপোর্টের মতো যে কোনও সরকারী নথির ভিত্তিতে লোকেরা একটি নতুন সিম কার্ড পেতে পারত। কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী, সমস্ত নতুন সিম কার্ডের ক্ষেত্রে আধার কার্ড থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আধার কার্ড ছাড়া কাউকে আর সিমকার্ড দিতে পারবে না বিক্রেতা।
আরও পড়ুনঃ টোলে যানজট থেকে মুক্তি, প্রাইভেট গাড়ির জন্য নয়া ব্যবস্থা আনার কথা জানালেন নীতিন গড়করী
সম্প্রতি এক বৈঠকে জানা যায়, অনেকেই ভুয়ো কাগজপত্র ব্যবহার করে সিমকার্ড কিনে প্রতারণা ও অন্যান্য অপরাধের ক্ষেত্রে ব্যবহার করছেন। আর এই নিয়ে সরকারের ঘরে ভুয়ো ভুয়ো অভিযোগ জমা পড়েছে। এই সমস্যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় টেলিকম বিভাগকে সমস্ত নতুন সিম কার্ডের জন্য আধার যাচাইকরণ বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে।
নিয়ম না মানলে নেওয়া হবে কড়া পদক্ষেপ
যারা ভুয়ো নথি ব্যবহার করে সিমকার্ড বিক্রি করবে তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেবে সরকার। এ জন্য সরকার এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করবে, যাতে এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। নতুন নিয়মটি সাইবার অপরাধ দমনে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে ধরা হচ্ছে। আধার কার্ড দিয়ে ভেরিফিকেশনের পর ভুয়ো সিম কার্ড ব্যবহার করে প্রতারণা কমবে বলে আশাবাদী সরকার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |