পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০২৫ সালে নতুন গাড়ি কেনার প্ল্যান থাকলে আপনার জন্য রইল সুখবর। বর্তমানে ছোট গাড়ির সেগমেন্টে বেশ জনপ্রিয় একটি গাড়ি হল TATA Tiago। সম্প্রতি জানা যাচ্ছে শীঘ্রই গাড়িটির নতুন আপগ্রেডেড মডেল বাজারে লঞ্চ হতে চলেছে। মধ্যবিত্তের বাজেটের মধ্যে থাকা এই গাড়িতে ডিজাইন থেকে শুরু করে পারফরমেন্স সবেতেই নতুনত্ব থাকবে। এমনকি Maruti Suzuki Swift কেও কড়া টক্কর দিতে পারে গাড়িটি, এমনটাই আশা করা হচ্ছে।
শীঘ্রই লঞ্চ হচ্ছে TATA Tiago 2025 মডেল
যেমনটা জানা যাচ্ছে আগামী ১৭ থেকে ২২ শে জানুয়ারির মধ্যেই ভারত মোবিলিটি এক্সপো ২০২৫ এ টাটা টিয়াগো এর এই নতুন মডেলটি দেখা যেতে পারে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে কোম্পানির তরফ থেকে একটি ছোট্ট টিজার শেয়ার করা হয়েছে। যেখানে মাত্র ৪.৯৯ লক্ষ থেকে দাম শুরু হবে বলেও জানানো হয়েছে।
টাটা টিয়াগোর ডিজাইন ও ফিচার্স
নতুন মডেল হওয়ার জেরে স্বাভাবিকভাবেই বেশ কিছু কসমেটিক বদল করা হবে। সার্ক ফিন অ্যান্টেনা, নতুন ডিজাইনের অ্যালয় হুইল আসবে বলে জানা গিয়েছে। এছাড়াও ইন্টিরিয়ারেও বেশি কিছু বদল করা হবে। ভারত মোবিলিটি এক্সপোতে মডেলটি ডিসপ্লে করা হলেই সেই সমস্ত ফিচার সম্পর্কে বিশদে জানা যাবে।
ইঞ্জিন ও পাওয়ার
নতুন মডেলের টাটা টিয়াগো বেশ কয়েকটি ইঞ্জিন অপশনে উপলব্ধ হবে। ১.২ লিটারের ৩ সিলিন্ডারের পেট্রল ইঞ্জিনের ম্যানুয়াল ও অটোমেটিক দুটি মডেল থাকবে। এছাড়া CNG থেকে শুরু করে ব্যাটারি চালিত বা EV এর অপশনও থাকবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই EV মডেলটি ৭.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।
View this post on Instagram
Maruti Suzuki Swift-কে কড়া চ্যালেঞ্জ টাটার
টাটা টিয়াগোর এই নতুন মডেলটি মারুতির সুইফটকে কড়া চ্যালেঞ্জ জানাতে পারে বলে আশা করা হচ্ছে। কারণ বর্তমানে Swift ৬.৪৯ টাকায় বিক্রি হচ্ছে। যেটা Z সিরিজের পেট্রল ইঞ্জিন ও ৫ স্পিড ম্যানুয়াল বা অটোমেটিক গিয়ারের সাথে আসবে। অটোমেটিক হলে ২৫.৭৫ ও ম্যানুয়াল হলে ২৪.৮ কিমির মাইলেজ দেয়। সেখানে দামে অনেকটাই কম টাটা টিয়াগো। আর আপনি যদি CNG মডেলটি কেনেন তাহলে ২৮ কিমির দমদার মাইলেজ পেতে পারেন।