শ্বেতা মিত্র, কলকাতা: বর্তমান সময়ে PhonePe ব্যবহার করেন না এমন মানুষ হয়তো বাকি নেই। এখন পকেটে ক্যাশ না থাকলেও সমস্যা নেই, কারণ এই PhonePe এখন সকলের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে। তবে এবার এই PhonePe ব্যবস্থায় নতুন পরিবর্তন আসতে চলেছে বলে খবর। আসলে এই সংস্থা বড় ঘোষণা করেছে। কী সেই ঘোষণা? জেনে নিন ঝটপট।
বড় সিদ্ধান্ত PhonePe-র
আসলে ফিনটেক জায়ান্ট ফোনপে ক্রেডিট এবং ডেবিট কার্ডের জন্য ডিভাইস টোকেনাইজেশন সলিউশন চালু করার ঘোষণা করেছে। এই লঞ্চের মাধ্যমে, ব্যবহারকারীরা PhonePe অ্যাপে তাদের কার্ড টোকেনাইজ করতে পারবেন। PhonePe ব্যবহারকারীরা কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট, রিচার্জ, ভ্রমণ টিকিট বুকিং, বীমা কেনা, পিন কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও, কার্ডটি অনলাইন ব্যবসায়ীদের কাছেও টোকেনাইজ করা যেতে পারে যেখানে PhonePe পেমেন্ট গেটওয়ে পরিষেবাগুলি একীভূত।
কী বলছেন কোম্পানির প্রতিষ্ঠাতা?
PhonePe-এর সহ-প্রতিষ্ঠাতা এবং CTO রাহুল চারি বলেছেন যে এই লঞ্চটি ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ এবং নির্বিঘ্ন করার দিকে এক ধাপ এগিয়ে যাবে। আমরা আরও কার্ড পেমেন্ট নেটওয়ার্কের সাথে একীভূত করে এবং সমস্ত PhonePe PG ব্যবসায়ীদের ডিভাইস টোকেনাইজড কার্ডগুলিতে অ্যাক্সেস সক্ষম করে এই অফারটি প্রসারিত করার পরিকল্পনা করছি। রাহুল চারি বলেন যে PhonePe-তে, ‘আমরা সবসময় এমন উদ্ভাবনী সমাধান তৈরির বিষয়ে নজর রেখেছি যা গ্রাহকদের আস্থা এবং সুবিধা বৃদ্ধি করে। ডিজিটাল পেমেন্টের ক্রমবর্ধমান প্রবৃদ্ধির সাথে সাথে আমরা এমন অফার প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ যা ব্যবসা এবং গ্রাহক উভয়ের জন্য লেনদেনকে নিরাপদ, দ্রুত এবং ঝামেলামুক্ত করে তোলে।’
টোকেনাইজেশনের সুবিধা? | PhonePe Token System |
কোম্পানির মতে, কার্ড টোকেনাইজ করার ফলে গ্রাহকরা অনেক সুবিধা পাবেন। PhonePe গ্রাহকদের আর মার্চেন্ট প্ল্যাটফর্মে তাদের কার্ডের বিবরণ সুরক্ষিত করতে হবে না বা প্রতিটি লেনদেনের জন্য CVV প্রবেশ করতে হবে না, যার ফলে সাফল্যের হার বেশি হবে এবং চেকআউটের সময় টাকা ঝরে পড়ার হার কম হবে।
আরও পড়ুনঃ Jio, Airtel নাকি Vi, কার JioHotstar Subscription প্ল্যান সবচেয়ে সস্তা? দেখে নিন
টোকেনাইজড কার্ডগুলি ডিভাইসের সঙ্গে সুরক্ষিতভাবে সংযুক্ত থাকার ফলে, চুরি যাওয়া বা ফাঁস হওয়া কার্ডের বিবরণ থেকে জালিয়াতির ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যা গ্রাহকদের আরও শক্তিশালী সুরক্ষা প্রদান করে এবং অনলাইন পেমেন্টের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি করে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |