Tata, Maruti-কে জোর টক্কর! ৬.৮৯ লক্ষ টাকায় দুর্দান্ত CNG গাড়ি আনল Nissan

Published on:

Nissan Magnite CNG Car Price Starting At 6.89 Lakhs

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পেট্রোল, ডিজেল গাড়িগুলির কথা ভুলে গিয়ে ভারতের বাজারে ক্রমশ বাড়ছে CNG চালিত ফোর হুইলারের চাহিদা। মূলত সেই কারণেই মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে সম্প্রতি ভারতের বাজারে বহু পরিচিত সাব-কমপ্যাক্ট SUV Magnite মডেলের CNG ভার্সন লঞ্চ করেছে জনপ্রিয় গাড়ি নির্মাণকারী সংস্থা নিসান ইন্ডিয়া।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পরিবেশবান্ধব অর্থাৎ CNG চালিত এই SUV মডেলটি লঞ্চ করার পর প্রাথমিক পর্যায়ে সংস্থাটি মূলত দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাত, কেরল ও কর্নাটক রাজ্যে এই গাড়ির পরিষেবা চালু করেছিল। এবার সেই সূত্র ধরেই দ্বিতীয় ধাপে রাজস্থান, ঝাড়খন্ড, বিহার, ছত্রিশগড়, তামিলনাড়ুতে এই গাড়ির পরিষেবা চালু করল নিসান।

Nissan Magnite CNG গাড়িটির বৈশিষ্ট্য

প্রখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা নিসানের এই CNG SUV মডেলটি 1 লিটার, 3 সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরটেড পেট্রোল ইঞ্জিনের সাথে আসে। পাশাপাশি এই গাড়িটিতে রয়েছে একটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। বলে রাখা ভাল, নিসানের অটোমেটিক ভেরিয়েন্টগুলিতে CNG সুবিধা না থাকলেও নতুন CNG কিটটি একটি সিঙ্গেল সিলিন্ডার সিস্টেম যুক্ত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যা মূলত সরকার অনুমোদিত MotoZen কর্তৃক সরবরাহ করা হয়েছে। বলা বাহুল্য, নিসানের এই গাড়িটিতে চাইলেই একটি রেট্রো ফিটমেন কিট ইন্সটল করা যেতে পারে। তাছাড়াও দুর্দান্ত ডিজাইন সহ একাধিক অত্যাধুনিক ফিচার্স নিয়েই ভারতের বাজারে লঞ্চ করেছে এই গাড়ি।

নিসানের এই CNG গাড়িটির দাম

সংস্থা জানিয়েছে, Magnite CNG গাড়িটির এক্স শোরুম মূল্য 6.89 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। যদিও সংস্থা স্পষ্ট করে বলে দিয়েছে, মডেলটির পেট্রোল ভেরিয়েন্টের তুলনায় CNG গাড়িটির দাম অন্তত 75,000 টাকা বেশি। তবে কেউ যদি CNG চালিত Magnite SUV মডেলটির টপ ভেরিয়েন্ট কিনতে চান সেক্ষেত্রে খরচ পড়তে পারে 10.2 লক্ষ টাকার কাছাকাছি। মূলত পেট্রোল, ডিজেলের চড়া দামের কোপে পড়ে যাঁরা পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী মূল্যের গাড়ি খুঁজছেন তাঁদের জন্য এই CNG গাড়িটি সেরা বিকল্প হতে পারে।

অবশ্যই পড়ুন: প্র্যাকটিস নিয়ে সমস্যা শেষ! কোটি টাকা খরচ করে মাঠের চেহারা বদলে দিচ্ছে ইস্টবেঙ্গল

উল্লেখ্য, জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা নিসান ইন্ডিয়া তাদের এই CNG গাড়ির কিটের ওপর কমপক্ষে 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। সহজে বলতে গেলে, এই কিটটি 3 বছরের মধ্যে কিংবা 1 লক্ষ কিলোমিটার পর্যন্ত চালানোর আগে খারাপ হয়ে গেলে সম্পূর্ণ বিনামূল্যে রিপেয়ারিং করে দেবে সংস্থা। বলে রাখি, নিসানের এই CNG গাড়িটির সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে Tata Punch CNG, Hyundai Exter CNG ও Maruti Suzuki Fronx CNG-এর মতো গাড়ি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group