ফিরে এল কিপ্যাডের যুগ, ভারতের বাজারে জোড়া 4G ফোন লঞ্চ করল Nokia! দাম কত?

Published on:

nokia

বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া মানুষের জীবন অচল। এখন সব কাজের জন্যই ফোনের দরকার হয়। এদিকে ভালো স্মার্টফোনের জন্য সকলেরই অপেক্ষা থাকে। আপনিও কি কমের মধ্যে একটা ভালো ফোনের খোঁজ করছেন? তাহলে আপনার জন্য সুখবর রয়েছে Nokia-র কাছে। বছরের পর বছর কেটে গেলেও নোকিয়ার ক্যারিশ্মা কিন্তু একটুও ফিকে হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Nokia-র নতুন ফোন

সারা বিশ্বজুড়ে নোকিয়ার ফোনের জনপ্রিয়তা তুঙ্গে থাকে। ভারতেও কিন্তু এর চাহিদা ব্যাপক রয়েছে। সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে নোকিয়া ব্র্যান্ডের দুটি ফিচার ফোন লঞ্চ হয়ে গেল। এই দুটি ফোন হল Nokia 235 এবং 225 4G। দুটি ফোনই Unisoc T107 এসওসি দ্বারা চালিত। এটি 30+ অপারেটিং সিস্টেমে চলে। দুটি ফোনেই রয়েছে ক্লাউড অ্যাপ সাপোর্ট, যা বিনোদন, সংবাদ, আবহাওয়ার আপডেট এবং অন্যান্য ফিচার রয়েছে যা আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতা অনেকাংশে বাড়িয়ে দেবে।

Nokia 235 এবং 225 4G-র ফিচার্স

এই ফোনগুলিতে গ্রাহকরা 64MB RAM এবং 128MB ইনবিল্ট স্টোরেজ রয়েছে। পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে দুটি ফোনের স্টোরেজ 32GB পর্যন্ত বাড়ানো যাবে। এই দুই ফোনে ব্যাটারি ক্ষমতা 1450mAh। ৯.৮ ঘণ্টা টকটাইম দিতে সক্ষম। চার্জিংয়ের জন্য এতে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক। ফোন দুটিতে রয়েছে QVGA LCD স্ক্রিন। 225 4G-এ রয়েছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে প্যানেল, Nokia 235-এ রয়েছে ২.৮ ইঞ্চির ডিসপ্লে প্যানেল। রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Nokia 235 4G (2024)-র দাম

প্রথমেই আসা যাক Nokia 235 4G (2024)-র দাম প্রসঙ্গে। Nokia 235 4G (2024)-র ফোনটির দাম ৩,৭৪৯ টাকা। কালো, নীল এবং বেগুনি… এই তিনটি রঙে লঞ্চ করা হয়েছে এই ফোন।

225 4G-র দাম

এবার আসা যাক 225 4G-র দাম। এই ফোনের দাম ৩২৪৯ টাকা। এই ফোনটি গোলাপী এবং গাঢ় নীল রঙের বিকল্প লঞ্চ হয়েছে।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group